জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... আমি মূখ্য সুক্ষ মানুষ বাবু
কিছুই জানি না
এই এদেশের রঙ তামাশা
আমি মূখ্য সুক্ষ মানুষ বাবু
কিছুই জানি না
আজকে যিনি দক্ষিনে
আজকে যিনি দক্ষিনেতে
কালকে তিনি বামের
আজ যিনি তেরংগাতে
কাল ভক্ত রামের
(মিউজিক্যার চেয়ার বানায়ে ফেলেছে আর কি
যে পারছে বসে পরছে যেদিকে একটা চেয়ার খালি হলেই হল সে যে কোন চেয়ার হলেই হবে আর কি )
আজকে যিনি দক্ষিনেতে
কালকে তিনি বামের
আজ যিনি তেরংগাতে
কাল ভক্ত রামের।
কে যে কখন কার পেছনে
কে যে কখন
( এখন সবাই সবাই কে শেল্টার দিচ্ছে । হচ্ছে না! এখন কোয়ালিশন হচ্ছে। এ ওর সাথে গাট বেঁধে ফেলছে ও ওর সাথে ফেলছে। কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না)
কে যে কখন কার পেছনে
বুঝি না কে খাঁটি
কে যে কখন কার পেছনে
বুঝি না কে খাঁটি
আসলে! আসলে সবাই সবার পেছনেতে
সবার হাতেই কাঠি।
কথায় কথায় ধর্মঘট
( এখন যে কোন ইস্যুতে হয় । আজকাল যে কোন ইস্যুতে হয় আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হল। একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার একটা ডাকাত রা ও ইস্যু করে বলতে পারবে এহ্ এলাকায় প্রতিরোধ হচ্ছে ডাকাতি করা যাচ্ছে না ঠিক হচ্ছে না । এই চলতো একটা বন্ধ(হরতাল) ডাকি।
দেখবেন ওরা নীখীল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরী করলো । ডাকাত অ্যাসেসিয়েশন বলে ,দেখবেন তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে "হ্যা ওনারা বন্ধ ডেকেছেন আসুন আপনারা বেরোবেন না। " এইটিই করবে দেখবেন। খালি অর্গানাইজড হতে হবে। )
কথায় কথায় ধর্মঘট
আর সবাই ধর্মঘটী
অ-ধার্মীকের ধর্ম জ্ঞানে
শ্লোগান , শ্লোগান, আর শ্লোগানে
গোলক ধাঁধায় ঘুড়ে আমার
হাড়িয়ে গেছে ঘটি।
সম্পূর্ণ লিরিক্স লিখতে ইচ্ছা হল না । তাই বাকী অংশটুকু শুনে দেখুন । ভাল না লাগলে
ডাউন লোড লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।