আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার একটা গান যার ফর্মাল রিলিজড্ রেকর্ড পাইনি

পাতা ঝরা মৌসুমে আমরা বৈশাখী হাওয়া এই গানটা ইস্নিপ্সে সুমন নচিকেতা লাইভ কনসার্ট এর এমপিথ্রি থেকে পেয়েছিলাম। তাও টানা প্রায় ২৫:৪১ মিনিটের ফাইল। সেখান থেকে কেটে আপলোড দিয়েছি। শুনে দেখবেন, গানটা কিন্তু খুবই চমৎকার। ---------------- পাতা ঝরা মৌসুমে আমরা বৈশাখী হাওয়া জীবনযুদ্ধের শেষে বিজয়ী ক্লান্ত বেশে আমরা সেই এক নিমেষে সিংহাসন ছেড়ে যাওয়া।

। কতো না বলা কথা হয়না কখনো বলা সামনে চেয়ে পথ হয়না তবুও চলা। কতো ইচ্ছে কতো আশা ঝরে যেন ঝরা ফুল কতো প্রান্তে সিদ্ধান্তে তবু ঘিরে থাকে ভুল মিছিলে পা মিলিয়ে, পাথেয় ভুলকে নিয়ে সঠিকের সাতটা সুরে আমরা বেসুরো গাওয়া। । হারিয়ে যায় কতো পুরনো ভালো লাগা পুরনো স্বপনেরা দুঃস্বপ্নের রাত জাগা তবু পান্থ অক্লান্ত মিছে স্বর্গ গড়ার সাধ সূর্যেরই বেগ পেলে চায় কলঙ্কময় চাঁদ দু'হাতে মুঠো ভরে হাওয়াকে বন্দী করে শুণ্যতা ফিরে পেলে আমরা সেই ফিরে পাওয়া।

----------------- (কয়েকটা শব্দ বুঝতে পারিনি মনে হয়। কেউ জানলে একটু কারেকশান করে দেবেন প্লীজ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.