আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডে জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইংল্যান্ড জনজীবন। টেমসের জলে এখনও প্লাবিত ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তির্ণ এলাকা। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে ইংল্যান্ড এবং ওয়েলসে।

আবহাওয়াবিদরা এখনই কোনও আশার কথা শোনাচ্ছেন না।

দক্ষিণ ইংল্যান্ডের ১৬টি এলাকায় বন্যা সতর্কতা রয়েছে।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতে, বিপর্যয় মোকাবিলায় আগামী ২৪ ঘণ্টা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। দুর্যোগের বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে রবিবারের দিনটাই সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্যামেরন।

ঝড় ও বন্যার জেরে ইংল্যান্ড ও টেমসের বিরাট এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী।

বিভিন্ন জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.