তবে লিগ শুরুর আগে আগামী রোববারই ম্যানচেস্টার ইউনাইটেড ও উইগানের মধ্যে কমিউনিইট শিল্ড ম্যাচে এ প্রযুক্তির ব্যবহার দেখা যাবে।
এ প্রযুক্তিতে বল গোল-লাইন অতিক্রম করেছে কিনা তা বিশেষ ক্যামেরা ও সেন্সরে ধরা পড়বে এবং রেফারির হাতে থাকা বিশেষ ঘড়ি ও কানের এয়ারপিসে এক সেকেন্ডের মধ্যেই সংকেত চলে যাবে।
এবার প্রিমিয়ার লিগের ২০টি স্টেডিয়ামেরই হকআই থাকবে।
বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে গোল-লাইন প্রযুক্তির উদ্বোধন করে এফএ মহাসচিব অ্যালেক্স হর্ন এর গুরুত্বের কথা তুলে ধরেন।
“১৫০ বছর আগে এ খেলার নিয়ম-কানুন ঠিক করার পর এটি অন্যতম বড় একটি পরিবর্তন। এ খেলার লক্ষ্যই হলো বলটাকে গোলে পাঠানো, আর এই প্রযুক্তি রেফারিদের গোল নিয়ে সঠিক সিদ্ধান্ত দিতে সাহায্য করবে।”
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড স্কুডামোর বলেন, “এটা বিশ্ব ফুটবলে একটি বড় ধরনের উন্নয়ন। এটা এখন গোলের সিদ্ধান্ত দেয়ার পদ্ধতি, শুধু গোল-লাইন প্রযুক্তি নয়।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।