বিজ্ঞানীরা বলেছেন যে শূন্যতা ধূমপান ও মদ পানের চেও বেশি খোতিকর। গোতোকাল সকালে উঠে ভাবিনি আজ এই রকম লাগবে। গত ৭ মাস ধরে আমি দেশের বাইরে রয়েছি। প্রিয় মা, বাবা, ভাই বোনদের ছাড়া থাকছি ইংলেন্ডে। এই ৭ মাসে এক বন্ধু খুজে পেয়েছিলাম।
ভালোই জমে ছিল আমাদের মাঝে।
আমরা দুজনে মিলে খুব মজা করেই থাকতাম। ছোটো জে সময় টা কাটিয়েছি আমরা অনেক জিনিস শেয়ার করেছিলাম। আমাদের চিকেন পোক্স ও একই সাথে হল।
গতকাল সকালে উঠে কখনো বুঝিনি এখন এরকম লাগবে।
গতকাল সকালে উঠেই ডাইরিয়ার নামোক বস্তুর কিছু জিনিস শরীর থেকে বের করলাম। তারপর নিয়ে গেলাম বুলবুল (যার কথা আগে বলছিলাম) ভাই কে নিয়ে গেলাম উনার ভাইের বাসায়। আমার জাবার মূল উদ্দেশ্য, তাঁর মালামাল বেসি ছিল। উনি ফিরে যাচ্ছিলেন বাংলাদেশে।
যারা দেশের বাইরে থাকেন নিশ্চয় জানেন দেশের কথা সবার কেমন মনে পরে।
আমার কিন্তু এত খারাপ লাগছিল না শেই সময়, কারণ তখন মাথার মাঝে চলছিল কাজের কথা। আনেক কাজ খুজেছি, কিন্তু 'without any experience' no one was interested. কিছু না পেয়ে শেষমেস ডুকে পরলাম প্রতিটি বাঙালির 'আশার' কাজে। একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে ঢুকে পরলাম। সেই ওয়েটারি বা কি কাজ রে বাবা, details এ আর গেলাম না, জেনে নেন খুব কষ্টের। পুর ১৩ ঘন্টার বেসি কাজ করে £৩০ ইনকাম করে রাত ১:৩০ সময় বাসাই ফিরে আসলাম।
দরজা খুলাম.........সব অন্ধকার, মনে হল এই ঘর এত দিন খালি ছিল। প্রথম লাইট ওন করলাম। টেবিলের উপর রেখে জা্ওয়া শেই ভাত এখনো সেখানেই পরে আছে। পুরো ঘরে শিতল নীরবতা..........হাতের ব্যাগ টেবিলের উপর রেখে গেলাম বুলবুল ভাইয়ের রুমে। সাদা বিছানার উপর একটি ওগোছাল কম্বল রাখা।
বুলবুল ভাই সেখানে নেই, নেই তার ল্যাপটপে চলা শেই চির চেনা বাংলা নাটক গুলি। ভাঙা মন, সারাদিনের ক্লান্তি এবং প্রচন্ড পায়ে ব্যাথা নিয়ে গেলাম নিজের রুমে। বূট খুলে দেখি পায়ে দাগ পরে গেছে। দুই হাতের দূরত্ব পেরিয়ে বিছানাই গিয়ে পরব, সেই সক্তিটাও খুজে পেলাম না। রডের চেয়ারেই ঘুমানর প্রচেষ্টা শুরু হল।
খুব ক্লান্তি লাগচিল কিন্তু কেন জানি ঘুম লাগছিল না। তখন মনে পরলো মার কথা। এই সময় যদি মা থাকত, মাকে বলতাম, 'মাগো ঘুম আসছে না, মাথায় একটু হাত বুলিয়ে দিবা?' আর মা বলতো, 'এদিকে আয় বাবা, জলদি ঘুমিয়ে পর, কাল আমার অফিস আছে। ' মার অফিস থাকলেও মা আমাকে না ঘুম পারিয়ে কথাও জেতেন না। সেই সময় বাংলাদেশে সকাল ৭:৩০।
দেশে ফোন করলাম কেউ ধরলো না।
তখন বুঝলাম, সেই সময় আমি ছিলাম পুর একা, একটি শুনের কেন্দ্র আমি, আমার চারপাশে শুধুই শূন্যতা............
কস্ট করে বিছানা পর্যন্ত গিয়ে পাশ কাটিয়ে শুয়ে পরলাম। এক চোখ থেকে দেশের বাইরে আসার পর প্রথম দু ফোটা পানি পরল.......আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পরলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।