আমি একজন মানুষ হিসেবেই পরিচিতি পেতে চাই
জীবনের আকাশটা কেমন যেন কাল হয়ে আছে।
আশার সূর্য টার হয়ত দেখা মিলবে না।
বৃষ্টির ফোঁটা গুলো অবিশ্রান্ত ভাবে অশ্রু হয়ে ঝরে পড়ছে।
জীবন,দেয়ালে ধাক্কা খেয়েই যাচ্ছে অবিরাম।
জানিনা কবে সাঙ্গ হবো,মৃত্যুর দেখা পেলে হয়ত বেঁচে যেতাম।
নিস্তব্ধতা কখনো বিষাদময় হয়ে উঠে,কখনো বা প্রফুল্ল ময়।
একাকিত্ব কখনো তুখোড় আড্ডাবাজ বন্ধুর চেয়েও প্রিয় হয়ে উঠে,
আবার কখনো নিয়ে যায় এক ঘন কাল অন্ধকার জগতে।
স্বপ্নগুলো কেমন জানি ছন্নছাড়া,অবেলায় দেখা দেয়।
সম্য়জ্ঞান টুকুও নেই,তাই বন্ধ রাখি মনের কপাট।
শিরোনামহীন এক আজব জীবন নিয়ে,শুকনো পাতার উপর মড়মড় শব্দ করে যখন পিচঢালা
পথে হেঁটে যায়,অপ্রার্থিব জগতটাকে তখন উপলব্ধি করতে পারি।
কোলাহলের ভিতর নিসঙ্গতা নিয়ে যখন অতিক্রম করি,তখন একাকিত্ব কিছুটা বিলিয়ে আসি।
আলো আঁধারির খেলায় জীবন কখনো সূর্যের কখনো কৃষ্ণপক্ষের রূপ নেয়।
স্বপ্নগুলো থেমে থেমে মরীচিকায় পরিণত হয়।
জমে থাকা আর্তচিত্কার টা চিৎকার করতে গিয়ে কোথায় যেন হারিয়ে যায়।
প্রখর দুপুরেও পৃথিবীটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে।
পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে,অন্ধকার গুলো প্রাণবন্ত হয়ে একে একে জেগে উঠছে।
নিরবতা কোলাহল হয়ে আমাকে বধির বানিয়ে দিয়েছে।
হতাশা অঙ্গীকার করেছে আমৃত্যু সাথে থাকার,
হয়তোবা মৃত্যুর পরেও।
এসব নিয়ে আমি চিন্তিত নই। এরাই তো আজীবন সঙ্গী, এরাই আলোকিত করে অনুভূতির জগতকে,জন্ম দেয় ভালবাসার।
পরিণামে জীবন তো সবারই শূন্য।
কিন্তু এ শূণ্যতাই আমার জীবন কে দিবে পরিপূর্ণতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।