গভীর রাতে আকাশের তারা গুণে কিংবা এলোমেলো কোন এক বৃষ্টির বিকেলে ভিজে উপলব্ধি করেছিলাম নিজের ভিতরের শূন্যতাটাকে। তরঙ্গ কিংবা কণার সংজ্ঞায়। স্বপ্ন আর বাস্তবের মাঝখানে বেঁচে থাকা আমার সামনে হয়তো ছিল স্বপ্নের আস্তরণ বা স্বপ্নের কথোপকথন। পিছনে ছিল বেঁচে থাকার ভিন্নতা কিংবা নষ্টালজিক আহ্বান। তবুও একটা শূন্যতা অনুভব করেছি সব সময়, মনের একদম ভিতর থেকে। আর বারবার হোঁচট খেয়েছি আমার ভালোবাসার অনুভূতিগুলিকে নিয়ে । আমার মাঝে আমি আলো খুঁজেছি চিরকাল। আর অন্ধকারে নিজেকে হারিয়েছি শুধু, স্বপ্নে পাওয়া কোন গল্পের মত নিজের মাঝে শূন্যতাকেই ফিরে পেয়েছি বারবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।