আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা

কবি এখন নষ্ট মানুষ এখনো আমি পথের দারে, থাকি, তোমার অপেক্ষায়, জানি আসবেনা, তবুও মন থাকে, তোমারি আশায়। চারি দিকে শূন্যতার হীমেল হাওয়া, কেঁপে কেঁপে উঠে, স্মৃতির চাদর জড়িয়ে, বসে থাকি নির্বাক ঠুটে। তুমি জাননা বন্ধু, নিঃসঙ্গতা কতোটা বেদনার, প্রিয়া হারা আহত-মন কতোটা হয় রোঁদনার। জাননা অভিমান তার, সবি দিল প্রিয়া দর্শনে, রিক্ত মনে সে, পথের দোয়ারে আজ, আঁখি বর্ষণে এখন তুমি হারিয়েছ পথ, আপন কোনো পথে, সবুজ শ্যামলায় কুসুমিত, প্রিয়জনের রথে। হাসছ তুমি, উড়ে যায় চুল, রঙ্গিন বসন খানি, আমার পথ রুদ্র, তাই আর আসবেনা ফিরে জানি। আমার যা সবি দিয়েছি, বাকি রেখে কী আর হবে, জীবন- প্রান্তে আজ, সেজেছি বর, মৃত্যুর উৎসবে। সরকার অহিদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।