দুঃখিত, আমি দেবতা নই, আদিম কোনও সাধনার মত প্রাচীন আত্মা হইত... আসলেই দুঃখিত, আমি বাধ্য নই, সূর্যের সাথে যুদ্ধ করতে অবারিত... দুঃখিত, আমি ভেতর থেকেই অন্ধ, যা আমাকে ফেলে দেই নি অপকৃষ্টতার মৃত্যুকূপে..দুঃখিত,আমি নিজের কাছেই,নিজেকে ভোলাতে পারিনা । মনের মধ্যে লুকিয়ে আছে এক শূন্যতা কি যেন থেকেও নেই !!! সে তো আমার হতে হতে হয়ে গেলো অন্যের !!! আমারে রেখে গেলো বিশাল সমুদ্র এর ঠিক মাঝখানে। যেদিকে চোখ যায়, সেদিকে তাকায় শুধু দেখে ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ!! তোমায় আর দেখা হবেনা লাল ঘোমটায়, দেখবোনা তোমার সেই হাসিমাখা মুখ। সেই আমি এমন কেন হয়ে গেলাম !!! যার মুখে এখন নেই সেই প্রশান্তির হাসি। তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কখনও বলতে পারি নাই, কখনও বুঝাতে পারি নাই। আমার এই পাগলামি দেখে তুমিতো একবার বলেছিলে "সত্যিকারের ভালোবাসার কোন মৃত্যু নেই।" তবুও কেউ কি পারবে আমাকে নতুন করে আগের মতো জাগিয়ে তুলতে, আমি কি পারবো প্রাণ খুলে হাসতে?? নাকি সে আমি হেরে যাব কালের অতল সাগরে !! তুমিতো বলেছিলে তোমার কোন কথায় রাগ না করতে। এমনকি তোমাকে ভুলে যেতে, অন্যের মাঝে তোমাকে খুঁজে নিতে !! তোমার সেই কথা বার বার কে যেন আমার কানে বলে যাচ্ছে "আমাকে দেখতে যদি মন কাঁদে, বৃষ্টিকে ছুঁয়ে দিও|" ♥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।