আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা

আমার সাথে হাঁটছি আমি আমার মাঝে অন্য আমি ছন্যছাড়া মনটা শূন্য আজ হারিয়ে গেছে কথার ভাঁজ রাতঘুমে আমি মৌন পাখি; অনেকদূরে ভাবুক পাতা শুকনো হয়ে গড়িয়ে পড়ে নির্জন সন্ধ্যাগুলোর দীর্ঘশ্বাস, হয় নিকষ আঁধারের রূপান্তর। অনেক দিনের লুকিয়ে রাখা ধুলোপড়া সেই ছবিটা সাদা রঙ নেই, মুছে ফেলা সময় শুধুই হন্যে হয়ে ছুটে চলে। আমি আজ অনেক ব্যস্ত পাগলা ঘোড়ার রেসের মাঝে আমার এত সময় কই নিজের? নিজেকে দেবার, নিজের জন্যে হঠাৎ করে খেই হারিয়ে গেলে দুরন্ত বিকেলে দূরের সবুজে নিলাম করে দিলাম শূন্যতাটা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।