আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা



তবু সেই ছিল ভাল, অনেক দূরেতে থাকা। কখনো ভুলে কখনো ভেবে কখনো বা স্মৃতির পাতায় রাখা- মেঘের মতন হঠাৎ এসে ঢেকে দিতে হৃদয়ের যত চেনা পথঘাট কখনো বৃষ্টিতে মুুছে দিয়ে যেতে ফেলে আসা শত পাট। আবার সব রোদে শুকিয়ে হত মরু মরে যেত এ মনের ম্মৃতির তরু! হারিয়ে যেত কোথা কোনখানে মেঘের যত কালো। তবু সেই ছিল ভাল! সেই ছিল ভাল, তুমি ছিলে দূর অগোচরে- কভূ মনে পড়ে গেলে বিষন্ন মনে ভাবতাম তোমায় আবার উদাসীনতায় যেতাম ভূলে। হয়ত তুমি নাই’ক তেমন আমি যেমন জানি নাই’ক তোমার কাছে তেমন আমার পসারখানি, কিংবা তোমার হৃদয়-দ্বার বন্ধু সিন্ধু সম পথ হয়েছে আজ বিন্দ!ু বিজন বেলা এলে মনে বাড়ত ব্যাকুলতা, তবুও আজও ভুলে যাই সহসা সেই ফেলে আসা দিন, স্মৃতিময় এলোমেলো।

তবু সেই ছিল ভাল! দেখাদেখি বন্ধ হয়ে ছিল ঘুমের ঘোর বন্ধ যোগাযোগ। ফেলে আসা শত দিনের শুকিয়ে যাওয়া শোক- পড়ে গেলে কভু মনে নিজেরে আমিম লুকাতাম কত ছলে কভু অভিমান কভু অকারনে। জীবন চলার পথ চলতে থেমে যেত পিছুটান, স্মৃতিগান- আমার আমিরে নিয়ে নিত্য আমি যাই অতীত বিসর্জন দিয়ে, খুজে নিই আলো- তবু সেই ছিল ভাল! পিছুটান আর ছিলনা তেমন ভারী বাজতনা তেমন স্মৃতির আহাজারি হারানো দিনের কথা আর আনতনা ব্যাকুলতা। তবু আবার যেতাম থেমে- তোমার মুখখানি হঠাৎ কোনদিন আসত চোখের পাতায় নেমে, আবার হত সরব জীবন ব্যস্ততায় যেতাম ভূলে- কোথা কবে কোন তারা ঝরে গেল তবু সেই ছিল ভাল! ভালই ছিলাম সূদুর তুমি সুদুর আমি ছিলনাক কোন দেখা ছিলনা’ক বাহির ছিলনা’ক গেহ শুধু আধমোছা ছিল মৃদুরেখা। কভূ আনমনে তোমায় ভেবে উদাস হতাম নহে বেশি কিছু তার- কোথায় তুমি কোন সূদুরে কেমন আছ ভেবে হৃদয় হত ভার।

আবার মেঘের পালা শেষে, নব হাসি হেসে নতুন দিনের পথে তোমায় ভূলে চলছি নব রথে! পিছনে রেখে- পিছনের সব রঙিন ফাগুনগুলো তবু সেই ছিল ভাল! ফেলে আসা পথের শত ধূলিকণা কল্পনায় কভূ মাখিয়ে নিতাম গায়ে কিছুদূর পথ হেটে আসতাম মৃদু পায়ে। চাদনী রাতে মাঝে মাঝে জাগত তোমায় দেখার আশা মনে পড়ত সেই বন্ধুত্ব সেই ভালবাসা, সেই সব কথ্ াসেই না বলা ব্যথা আজ মনেতে আসেনা আর সেই অতীত কাব্যখানি করিনা মনের বার। পৌষের কাছাকাছি সেই রোদমাখা দিনগুলি আজ মনে হয় ধূসর কালো, তবু সেই ছিল ভাল। সেই তো ছিলে সূদুরতমা এই মনেতে তুমি- মাঝে মাঝে তোমার নামে গান গেয়ে চোখের পাতা আদ্র হত জলে ছেয়ে! যবে- আজ দেখা তোমায় নতুন দেখায় নাই কোন মিল, সেই তোমা এই তোমা মাঝে তবু নীরব ব্যথা বুকে ভিড় করে, নীরবেই বুকে বাজে। সূদুরতমা! মনে রেখ তোমা সেই বন্ধুত্ব আর ভালবাসা।

ভূলে যাব সেই সব ব্যথা বন্ধ করে দিয়ে পুরনো দিনের সেই বাতায়নগুলো- তুমি ছিলে দূর অতীত হয়ে সেই তো ছিল ভাল! ঢাকা, ১০-১৬.০১.২০০৭ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।