আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা

নির্ঘুম জেগে মধ্যরাতে একলা যখন বসে নীরবে নিভৃতে অর্থহীন লাগে জগৎটাকে চিন্তারা বলে অবান্তর সব কথা বাদ দিলে অবান্তরতা অগ্রাহ্য করি যদি অর্থহীনতা থাকে যে কেবল শূন্যতা শুনি তাই নির্বাক বসে শূন্যতার হাহাকার স্থির হয়ে আসে অস্থির সময় যেন কেটে যায় তবুও যেন কাটতে চায় না চাই যে তখন হারিয়ে যেতে অতীতের কোন সুখস্মৃতির মাঝে চাওয়াই হয় সার এমন অতীত আমার উপাখ্যান এক দিবাস্বপ্ন দেখার রূপকথা কোন ব্যর্থতা আর অপরিণামদর্শিতার অতীত থেকে তাই চলে আসি ফিরে বাস্তবতার মাঝে ভুলে সব দিবাস্বপ্ন, ব্যর্থতা আর অপরিণামদর্শিতা আলিঙ্গন করি শূন্যতাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।