দ্রোহের আগুনে উঠুক জ্বলে
ঝুলে থাকে শূন্য সিলিং
পরদার স্মৃতি নিয়ে গ্রিল
দেয়ালে লেখা তুমি নেই
ধূসরের বুকে ছবি নীল।
চলে গেছ ভুল বুঝে
ফেরাতে পারিনি তোমাকে
তুমি হীন শূন্য এ ঘর
কান্নার গল্প আঁকে।
মেঘহীন তীব্র বিকেল
কোন স্মৃতি নেইযে মধুর
শূণ্যতা জমে জমে
হয়েছে যে বেদনা বিধূর।
ফিরে এসো এ আকাশে
উড়বো তোমাকেই ধরে
বুনে নেব স্মৃতিটাও
কবিতার খাতাটা ভরে।
গড়ে নেব মাটির বুকে
প্রেমের সে কবিতা অমর
শুধু আজ একবার
এসো ফিরে তবে হলো ভোর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।