নিঃসঙ্গ মন পরে রয় একা একা সাদাকালো ফিকে ফিকে আলো ছায়া অচেনা খা খা বালুচরে ঠাঁসা শূন্যতায় মন নিস্তব্দ একাকীত্বে চাপা ভালো না লাগা ব্যথাতুর গুঞ্জন । শুন্যতা নিয়ে করিয়াছ অদলবদল অব-লীলায় বিলায়াছো রঙ্গিন মন হারায়াছ সব মনের ছন্দ মাদল পূর্ণ শশীতেও বেদনা পুষ্ট তাই জলহীন নয়নে চাপা ক্রন্দন। ভেবেছিলে পালাবে সব পিছুটান ফেলে ভুলিতে গেলে মনে রয় গেথে আরো ঠেসে জমা শূন্যতা কি আর এত সহজে মোচন হয় ওরে বোকা মন সেতো হবার নয় কখনো হবার নয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।