জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
আমি আজ কিছু লিখতে পারছি না
আমার কলম দিয়ে কিছু লিখা আসছে না
আমার সব কালি শেষ হয়ে যাচ্ছে।
আমি আনমনে আমার কবিতার
খাতার দিকে চেয়ে রই
উদাস মনে ভাবি কি লিখা যায়?
যতই ভাবি ততই হই দিশেহারা
এক অস্থিরতা আমার উপর এসে
ভর করে।
এক অসহ্য যন্ত্রণা আমায়
কুঁড়ে কুঁড়ে খায়।
চারপাশের শূন্যতা আমার বুকে আসে।
আমি দিগবিদিক তাকিয়ে শুধু ভেবেই যাই
কোথায় যেন কিছু খুঁজে পাই না,
আমি সেই নাম না বস্তুটা খুঁজে বেড়াই
এক জন দিকভ্রান্ত উন্মাদের মত।
আমাকে সাহায্য করার মত কেউ নেই
আমি তা জানি।
তারপরেও আমি আনমনে
চারিদিকে হাতড়ে বেড়াই।
আমার হৃদয়ে ঝংকার দিয়ে উঠে
আমি অস্থিরতায়, ক্রোধে
কলম খানি ছুঁড়ে ফেলে দিই,
একজন ব্যার্থ মানুষের মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।