আমাদের কথা খুঁজে নিন

   

সম্মান

সম্মান -কালো পিঁপড়া হ্যাঁ ! আমি তোমাদের সাথে আছি আমি কথা বলব তোমাদের পক্ষ থেকে তোমাদের সম্ভাবনার আর অগনিত রঙিন গল্পের । তবে আমি হয়ত আর তোমাদের কথা বলতে পারব না, যদি – তোমরা নিজেরাই নিজেদের শব্দ নির্ধারণ কর কোন নোংরা অভিধান থেকে । আমি তোমাদের হয়ে মিছিল করব গড়ে তুলব জনমত – কিন্তু আমি জানি; এসবের ব্যাপ্তি নিছক ওই শব্দ পর্যন্ত । তোমরা চাইছ নারীত্বের মুক্তি । কখনও কি খোঁজ নিয়ে দেখেছ ? তোমদের নারীত্ব আজ বন্দী কত হাজারো পুরুষের, ইন্টারনেট ডাউনলোড ফাইলে ।

আমি তোমাদের সম্মানের জন্য লড়ব সবাইকে প্রস্তুত করব, তার যথার্থ মূল্য দিতে । তার আগে সেই মূল্যমান আমাকে নির্ধারণ করে দিলে ভাল হত না ? তোমরা জিজ্ঞেস কর, তোমরা জেনে নাও তোমাদের স্বজাতি, বস্ত্র সংযমী বোনেদের কাছে । তাদের সম্মানের দাম তারা ক্রেডিট কার্ডে গ্রহণ করে কি না ? ভাবছি; আমি তোমাদের সাথে না থাকলেও চলবে তোমাদের প্রচার দুর্দমনীয় । নইলে আমি এক অবিবাহিত পুরুষ কী করে আঙুলের কড়ে গুনে বলে দিতে পারি কোন এক নারীর শরীরের সমস্ত তিলের হিসেব অথচ আমি জানি না তার নাম, পরিচয়, বয়স এমন কি তার ভাষা বা, দেশ পর্যন্ত ! বিশ্বাস কর তোমাদের অধিকার তোমরাই আদায় করে নিতে পারবে শুধু অনধিকার চর্চায় মেত না । তবে তোমরাই হবে বিজয়ী - প্রকৃত সম্মানটা কিসে ? যদি তা বুঝতে পারো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.