আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বের সম্মান

নূর রবি

বাংলাদেশে এখন সবকিছু গায়ের জোরে হয়। এই যেমন ধরেন একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট একদিন ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে তিনি কেন মেডিক্যাল এসিস্ট্যান্ট , তিনি কেন ডাক্তার নন। সাথে সাথে সকল মেডিক্যাল এসিস্ট্যান্টদের খবর পাঠিয়ে দিলেন। বললেন আজ থেকে আমরা ডাক্তার , বন্ধুগন চল আন্দোলন করি। সাথে সাথে সব এসিস্ট্যান্টগন রাস্তায় নেমে হাউকাউ , ভাংচুর আর সহিংসতা... তেমনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগনও ইঞ্জিনিয়ার হবার দাবীতে নেমে যান রাজপথে , শুরু হয় ভাংচুর , সহিংসতা আর আগুন জ্বালা আন্দোলন... কিন্তু কেন? আপনারা কেন পড়াশোনার পথ না বেছে নিয়ে সহিংসতার পথ বেছে নেন? প্রতিটি সেক্টরেই পড়াশোনা করে নিজের ভাগ্য পরিবর্তনের উপায় আছে।

আমার পরিচিত অনেকেই আছেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে পরে বিএসসি পড়েছেন। এই সব মানুষের জন্য যেমন শ্রদ্ধা আসে তেমনি গায়ের জোরে আদায় করার মানুষিকতার মানুষের জন্য জন্মে ঘৃনা... কিছুদিন পর স্কুলের পোলাপাইন পরীক্ষায় ফেল করে , পাসের দাবীতে আন্দোলন করবে। তখন আমাদের কি করার থাকবে? তারা তো বুঝেই গেছে যে কষ্ট করে পড়ালেখা করার কোন প্রয়োজন নাই। রাস্তায় নেমে একটু হাউকাউ করলেই হয়। ভোটের রাজনীতিতে সরকার শুধু মানুষকে মুলা দেখিয়ে ভোট পকেটে ভরতে চায়।

তাই সরকার ৯৬% পাস দিতেও দ্বিধাবোধ করে না। তৃতীয় শ্রেনীকে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেনীকে প্রথম শ্রেনী করলে সরকারের ঠিকই ভোট বাড়ে। কিন্তু এই প্রক্রিয়ায় মান যে কতটা কমে তার ভুক্তভোগী ঠিকই জনগনকে হতে হয়। হে বাংলাদেশের আম জনতা , আপনারা দয়া করে নিজের ভাগ্য আপনার কাজ , পরিশ্রম এবং সততার প্রমান দিয়ে পরিবর্তনের চেষ্টা করুন , গায়ের জোরে নয়। আপনি সৃষ্টির সেরা জীব , আশরাফুল মাখলুকাত... স্রষ্টা আপনাকে নিজের ভাল কাজের দ্বারা ভাগ্য পরিবর্তনের যোগ্যতা দিয়েছেন।

দয়া করে নিজে নিজের অস্তিত্বকে এভাবে অপমান করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।