[একটি মিষ্টি ভালবাসার ছোট্ট গল্প । পড়ে দেখুন । ]
(১)
আজকে সারাহ্ আর বাপ্পির প্রথম বিবাহবার্ষিকি ।
রাত ১২ টা ।
সারাহ্ অনেক কষ্ট করে তাদের বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে ।
মোমবাতির আলো আর টেডি বিয়ার তার অসম্ভব প্রিয় । কিন্তু তাদের ঘড়ে মাত্র দুটি মোমবাতি আর একটা টেডি বিয়ার আছে ।
সারাহ্ দুটি মোমবাতি জ্বালিয়ে কেকের সামনে রাখলো । বাসার সব লাইট নিভিয়ে দিলো । আর টেডি বিয়ারটার হাতে একটা কার্ডে লিখে রাখলো "শুভ বিবাহবার্ষিকি ।
"
বাপ্পি অফিসের একটা কাজে ঢাকার বাইরে গিয়েছিলো । ১২.৩০ এর দিকে ঘড়ে ঢুকেই সে একটা ধাক্কা খেলো ।
সারাহ্ তাকে উইশ করলো । কিন্তু বাপ্পি বলল "কেনো যে এসব বাচ্চাসুলভ কাজগুলো করো !"
(২)
সারাহ্ অভিমান করল বাপ্পি'র কথায় । সকালে উঠেই সে তার বাবার বাড়িতে চলে গেলো ।
সন্ধ্যা ৬ টায় তার মোবাইলে একটা রিং এলো । ফোন রিসিভ করলো সে । ওপাশ থেকে তাদের বাড়ির দারোয়ান বলল "ম্যাডাম । তারাতারি আসেন । স্যার তো অনেক অসুস্থ ।
"
নিজেকে আর স্থির রাখতে পারলো না সারাহ্ দ্রুত বাসার দিকে রওনা হলো ।
বাসায় পৌছে দারোয়ানের কথামতো বাসার ভিতরে গেলো সে ।
(৩)
দরজা ঠেলে ভিতরে ঢুকলো সারাহ্ । মুগ্ধ হয়ে গেলো সে ।
সারা ঘরে অসংখ্য মোমবাতি জ্বলছে ।
প্রত্যেকটা মোমবাতির পিছনে একটা করে টেডি বিয়ার । যেনো মোমবাতিগুলোকে পাহাড়া দিচ্ছে ।
ডাইনিং টেবিলের উপর বিশাল একটা কেক । কেকের পিছনে একটা বিশাল টেডিবিয়ার ।
টেডিবিয়ারটার হাতে একটা কার্ড ।
তাতে লেখা :
'' অপ্সরী ''। আমি জানি তুমি candal light & taddy bear অনেক পছন্দ করো । তাই দুটো মোমবাতি আর একটা টেডিবিয়ার দেখে খারাপ লাগছিলো ।
তাই তোমাকে একটু কষ্ট দিলাম । ♥ U অপ্সরী ।
--- তোমার বাপ্পি । "
সারাহ্ এর চোখে পানি এসে গেলো । অশ্রুসিক্ত চোখে পিছন ফিরে দেখলো বাপ্পি তার দিকে চেয়ে মুচকি হাসছে ।
(আমরা সবাই এই ধরনের ভালবাসাই আশা করি । তাই না ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।