আরেকটি হাবি জাবি ব্লগ!!
অংক কঠিন হচ্ছে SSC & HSC লেভেলের গুলো। তার পরের গুলো ইচ্ছে মত মিলিয়ে দাও কেউ কিছু বলবে না।
মি. আইনস্টাইন নিজেও জোর করে অনেক কিছু মিলিয়ে দিয়ে গেছেন। যেমন কিছু যদি না মিলত তাহলে জোর করে কিছু একটা ঢুকিয়ে দিত আবার যদি মনে হত না ঐটা ঢুকানো ভুল ছিল তাহলে আবার তাকে বের করে দিত।
আপনি নিজেও ট্রাই করা শুরু করে দিতে পারেন।
এটা বাজার করার পর বাজারের হিসেব মিলানোর মতো। আপনার যদি বাজার করার অভিজ্ঞতা থাকে তাহলে সহজেই ধরতে পারবেন। যদি বাজারের টাকার হিসেব না দিতে পারেন বাসায় তখন আপনি যে অকাম করেন অনেক গনীতবিদ ও তাই করত।
অনেক মজা হয়ে গেছে গণিত নিয়ে। আসলে আগে সবাই বলত গণিত পারলেই সব পারা যায়, বিশ্বাস হত না।
এখন হচ্ছে। যেখানে যাই গণিত আর গণিত। AI এর উপর আগ্রহ থাকার কারনে কিছু পড়ার চেষ্টা করছি, গিয়ে দেখি আমাকে গণিত শেখাচ্ছে। আমি কৃত্তিম বুদ্ধিমত্যা ঐখানে খুজে পাই নি.... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।