আমাদের কথা খুঁজে নিন

   

এস্কিমো কেনো যে আমাকে ব্লক করলেন বুঝলাম না।

এস্কিমো কেনো যে আমাকে ব্লক করলেন বুঝলাম না। নাকি আমি মন্তব্য করলে আসল কথা বেরিয়ে আসবে সে জন্য। আমি শুধু একথাই বলবো বিএনপি যদি সত্যিই আই এস এস এর কাছ থেকে টাকা নিয়ে থাকে তবে তা অমার্যনীয় অপরাধ। আর যদি না নিয়র থাকে তবে এরকম কতা ছড়ানোও অপরাধ। আপনি নিশ্চয় চাইবেননা একজন ভারতীয় বা পাকিস্তানী সাংবাদিক যদি আমাদের রাজনীতিবিদ নিয়ে ভূয়া রিপোর্ট করে তবে তাকে বাহবা দিতে।

আমি বেশ কটি রিপোর্ট পড়ার পর এটাই বলতে চাই প্রমান ছাড়া এধরনের দেয়া আমাদের উচিত না। আপনার নিশ্চয় মমনে আছে কিছু দিন আগে লন্ডনের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট-এর রিপোর্টে বলা হয়, বিগত নির্বাচনে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ ও বস্তাভর্তি টাকা দিয়েছিল। সেটাকেও আমি বলবো প্রমান ছাড়া পোস্ট করা উচিত না। সব শেষে আমি বলতে চাই পাকিস্তানের দ্য নিউজ ও প্রধান বিজনেস ডেইলি বিজনেস রেকর্ডার এবং ডনের অনলাইন সংস্করণে আদালতে মামলার বিবরণী হুবহু প্রকাশ করা হয়েছে। এর কোথাও আইএসআই কর্তৃক বিএনপিকে টাকা দেয়ার কথা উল্লেখ নেই।

আদালতে স্বীকারোক্তি বলে খালিজ টাইমসে যে কথা চালিয়ে দেয়া হয়েছে তা কোথা থেকে সরবরাহ করা হয়েছে সে তথ্যের কোনো সূত্র নেই। আমেরিকান বার্তা সংস্থা এপির সংবাদদাতা বাবর ডোগারের কাছে বিএনপিকে আইএসআই’র টাকা দেয়া-সংক্রান্ত আসাদ দুররানির সাক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ সংক্রান্ত কোনো তথ্য আদালতে দুররানি উল্লেখ করেননি। ইচ্ছে হলে আপনি এ লিন্কটিও দেখতে পারে Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.