নিজেকে ভাগ্যবান ভাবছি এই কারণে যে ,আজকের মতো আনন্দের দিনে আমার ব্লগিংয়ের সূচনা।এটা open secret যে বর্তমান ক্রিকেটের যেকোন নীতি বা আইন প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন অনুমতির বেপার থাকে।এটা কিছুটা হলেও মেনে নেয়া যায়।কিন্তু এই প্রভাব দেখছি খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে।আজকে সাকিবের আউটের যৌক্তিকতা বিবেচনা করলে যে কেউই একথা ভাবতে বাধ্য হবেন।এটা একটা ঘটনা মাত্র,এরকম আরো অনেক উদাহরণ ক্রিকেটে পাবেন যেখানে দেখা গেছে ভারতপ্রীতি।এভাবে চলতে থাকলে ক্রিকেট একদিন তার জনপ্রিয়তা হারাবে এটা নিশ্চিতভাবে বলা যায়।কেননা এতে খেলার প্রতিদ্বন্দ্বিতা পুরোপুরি বিঘ্নিত হবে।তাই এই বেপারটি নিয়ে আমাদের ভাববার এবং করার অনেক কিছ আছে বলে মনে করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।