আমাদের কথা খুঁজে নিন

   

অপছন্দের রাজনীতি-----

শ্রদ্ধেয় সংসদ সদস্য বৃন্দ, নিরবাচনের আগে জনগনকে যে ওয়াদা দিয়ে সংসদ ভবন নামক স্বপ্নের বাড়িটিতে বসার সুযোগ নিলেন - বুকে হাত দিয়ে বলুনতো এই ৩ বছর বয়সে প্রদত্ত ওয়াদার আন্তত ৫০% পূরন করতে পেরেছেন ? !! পারবেননা। কারন আপনিসরকার দলের এমপি হলে বলবেন তথাকথিত বাজেট ঘাটতি। টাকার সর্বরাহ কম। আর যে পরীমান টাকা পান আপনার, সৃষ্টি কর্তাকে স্বাক্ষী করে বলুনতো আপনী ঐ টাকা ১০০% যাদের দয়াই আপনি সংসদ সদস্য হয়েছেন তাদের কল্যানে খরচ করেছেন ??? করেননি। নিজের পকেট ভারী করেছেন আর নিজ এলাকার রাজনৈতিক ময়দানের দখলদারিত্ব বজায় রাখার মানুষের চেহারা রূপি কুকুরদের পিছনে খরছ করেছেন।

কিছু টাকা সংখ্যাগুরূ সাধারণ মানুষের(ভোটার) আই ওয়াস করার জন্য খরচ করার ছেষ্টা করছেন। কন্তু আামাদের দূর্ভাগ্য এই সব অপকর্মের বিরোধীতা করার কেউ নেই। অথচ এই সংসদে একটা গ্রুপ সরকারী অসকর্মর প্রতিবাদ জানানোর জন্য নির্বাচিত হয়ে যায়। কিন্তু দূঃখ্যর বিষয়, তারা আজ সেই বিরোধীতা করছেনা। তরা আজ কিভবে ক্ষমায় গিয়ে সরকারী দলের আসনে বসে ঐ একি কায়দায় জনগনের আধিকারকে হরন করতে পারবে তার পন্থা খুজতে ব্যস্ত।

জনগন আপনাদের এই অপ রাজনীতি পছন্দ করেনা। সংসদে বসে আপনারা সরকার ও বিরোধী দল মিলে আলোচনার মাধ্যমে স্বাধীনতার ৪০ বছরের মধ্য ১ টি ইতিবাচক সিদ্ধান্ত ও নিতে পারেননি। উভয় দল সুধু করেন কি, নিজের ঢোল নিজে বাজান আর সাম্রাজ্য বাদের বুর্যুয়া গিরী করেন। এই একটা যাইগাতেই আপনদের আপনাদের মিল খোজে পাওয়া যায়। আপনাদের মত এই সব রাজনিতীবিদদের পারলামেন্টকে সমাজ তন্ত্রের জনক মাওসেতুং শুকরের খোয়ার বলে যে খারাপ কিছু বলেনি আজ তা আমরা বুঝতেপারী।

ধিক্কার আপনাদের মতো এইসব রজনিতীবিদদের প্রতি--- ধিক্কার আপনাদের এই রাজনৈতিক ব্যবস্থার প্রতি--- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.