আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..
এই তালিকার সব ব্যাটসম্যানই নিয়মিত রান করেন, হয়ত অনেকেরই প্রিয়; তবুও এদের খেলা যান্ত্রিক লাগে, আর পারতপক্ষে দেখতেও ইচ্ছে করেনা। এমন কয়েকজন ব্যাটসম্যান:
১. ধোনি
ধোনির খেলা দেখলে নৌকার মাঝির কথা মনে পড়ে, ব্যাটটিক মনে হয় তার বৈঠা। ডিফেন্সটাও অদ্ভুত ধরনের,। যদিও তার খেলার ধরন অনেকটাই বদলে গেছে এখন, তবুও সে যতক্ষণ ব্যাটিং করে আমি অন্যকাজ খুজি।
২. ক্রিস গেইল
গেইলকে অধিকাংশ সময়ই বেসবল খেরৌয়াড় মনে হয়।
অধিকাংশ ব্যাটসম্যানই যেসব বলে ডিফেন্স করবে, সে হয়ত তাতে ছক্কাই মেরে বসবে, তবু্ও তার ব্যাটিং দেখাটা চোখের উপর অত্যাচার মনে হয়।
৩. শিবনারায়ণ চন্দরপল
চন্দরপলের ব্যাটিং স্ট্যান্সটাই মেজাজ খারাপ করে দেয়। এর সঙ্গে গার্ড নেবার সময় বেল তুলে নিয়ে পিচে দাগ দেয়া..এই বিরক্তিকে আরো বাড়িয়ে দেয়। ।
৪.হেইডেন
হেইডেনকে মাঝে মাঝে অতিমানব মনে হয়।
সাইমোন জোন্সের থ্রো একবার সরাসরি তার বুকে আঘাত হেনেছিল, অথচ তাকে নড়তেও দেখিনি। সবচেয়ে অবাক লাগে স্পিন বলে সে কিভাবে যেন শট খেলে _দেখে মনে হয় হালকা পুশ, অথচ হয় বিশাল ছক্কা।
৫. জয়াসুরিয়া
কিছুই বলার নেই এর ব্যাপারে। ফুটওয়ার্ক ছাড়াই রিস্ট আর আইসাইটের সহায়তায় যেভাবে এতবছর রান করে গেল সেটা অবিশ্বাস্য। নিজের দিনে কোন বোলারই তার কাছে পাত্তা পায়না।
তবে , আমার কেন যেন গায়ের জোরে শট দেখতে ভাল লাগেনা। জয়াসুরিয়াকে অপছন্দের এটাই একমাত্র কারণ।
..............................ক্রিকেট নিয়ে এটাই শেষ পোস্ট। আসলে হাতে সময় নে্ই একদম। প্রতিদিন ২০-২৫ মিনিটের জন্য ব্লগে থাকা হচ্ছে গত কিছুদিন।
তাই নতুন লেখার বদলে ক্রিকেট নিয়ে বাছ-বিচার.............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।