আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভূয়া আন্দোলন: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি

মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ... প্রথম আলো নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০১-০৩-২০১২ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানিয়েছে সাধারণ ছাত্র পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনও করেছেন। মানববন্ধনে পরিষদের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘সেশনজটে পড়ে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতেই নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে তিন বছর বেশি সময় লেগে যায়। এ ছাড়া স্নাতক (সম্মান) পাস করে চাকরির কথা বলা হলেও এখনো অনেক সরকারি চাকরিতে মাস্টার্স পাস ছাড়া আবেদন করা যায় না। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়েছে।

এর ফলে আগামী দুই বছরে যেসব পদ খালি হওয়ার কথা ছিল তা হবে না। এসব বিষয় বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানাচ্ছি। ’ মানবন্ধনে আরও বক্তব্য দেন খোরশেদ আলম, জিয়াউর রহমান, মোরশেদুল ইসলাম প্রমুখ। (খবরটি আজকের প্রথম আলোতে, কিন্তু কথা হলো, চাকরির বয়সসীমা বাড়ানো হলে সেশনজট আরো বাড়বে। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হতে ছাত্র ছাত্রীরা মাত্র ২২ বছর বয়সেই পাশ করে বের হচ্ছে।

২২ বছর বয়সের গ্রাজুয়েটরা একটা চাকরিতে ঢুকলে ৩৫ বছর বয়সে তার চাকরির অভিজ্ঞতা হবে ১৩ বছর। আর ৩৫ বছর বয়সে যে লোকটা (ছাত্র নয়, মধ্যবয়স্ক) বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরিতে ঢুকবে তার বেতন স্কেল আর ঐ প্রাইভেট থেকে পাশ করা ছাত্রটির বেতনের কতোটা পার্থক্য থাকবে একবার খেয়াল করুন। আমরা নিজেরাই আমাদের সর্বনাশ ডেকে আনছি। প্লিজ আর আন্দোলন করবেন না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা রাজনীতির নামে ৪০-৪৫ বছর পর্যন্ত হলে দখল করছে।

তাদের আর সুবিধা করবেন না। আন্দোলনটা করুন সেশনজট কমানোর...) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.