আমাদের কথা খুঁজে নিন

   

এদেশে আন্দোলনে আর কিচ্ছু হবেনা

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

সকাল বেলা সবাই মেইন রোডে অবরোধ দিয়েছিল। সারাদিনই তো তারা রাস্তায় থাকে, পানির খোঁজে নইলে পানির লাইনে। কিন্তু সকালে এরা প্রতিবাদ করতে নেমেছিল। দুপুর হতে না হতেই পুলিশের আশ্বাসে না ধমকে তারা অবরোধ ছেড়েছিল তা আমার জানা নেই। তবে এটা জানি তাদের সমস্যার কোন সমাধান হয়নি।

ঘিঞ্জি আর মানুষের বসবাসে অযোগ্য হতে যাওয়া ঢাকা শহরের বাড্ডার মানুষ এখনো পানির অভাবে আছে। সন্ধায় ফোঁটা ফোঁটা পানি দিয়ে অযু সারতে সারতে মাগরিবের জামাতের তিন রাকাতই ফেল করেছি। কিছুক্ষন আগেও এক বৃদ্ধাকে দেখতে পেলাম খালি বোতল নিয়ে খাবার পানির সন্ধান করছেন। সন্ধান করছেন বলতে মোড়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। কেননা সব খুঁজে দেখেছেন যে, যেখান থেকে একটু একটু পানি পাওয়া যাচ্ছিল সেগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

যাদের কাছে পানির কোন ব্যবস্থা আছে তারা ভবিষ্যতের কথা চিন্তা করে পানি দিচ্ছেনা, তাই পানির লাইন থেকে চাপকল বসিয়ে পানির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাও পুলিশের হুমকিতে বন্ধ করা হয়েছে। বাড্ডার মানুষ ইঁদুরের গর্তে পড়েছে আর সে গর্তে পানি ঢেলে দেয়া হয়েছে। আন্দোলন ব্যর্থ। এদেশে আন্দোলনে কিছু হবে না আর।

এদেশের মানুষের কোন অধিকার নাই, আছে শুধু .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.