নিজেকে নিয়ে ভাবছি
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ।
এদেশে মাল্লা মাঝি, কিষান মজুর সবার ঠোটে
শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে।
ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে
সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। ।
এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে
এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবি হাতে
কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে।
যেদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে
সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ।
এদেশের আকাশজুড়ে, আযাদীর নিশান ঊড়ে
এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে
কোটিপ্রান সিজদা করে খোদার সনে। ।
এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে
এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে
মদীনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে।
এদেশের শিকড় তো নয় দিল্লী কিংবা ওয়াশিংটনে
এদেশের শিকড় যেন ছড়িয়ে আছে দূর আরবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।