আজকের অর্থাৎ ৩১ আগস্ট, ২০১০ইং-এর প্রথম আলোর ৫নং পৃষ্ঠায় পরিবেশিত এক খবরে জানা যায় যে ঢাকার মানিকগঞ্জের ধামরাই পৌর এলাকার গোপনগরে হিন্দু-ধর্মাবলম্বীদের পাঁচটি পরিবারের জমি দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। প্রাণভয়ে এসব পরিবার এলাকা থেকে চলে গেলেও তাদের হুমকি ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। পৈত্রিক সূত্রে ধামরাই মৌজার চারটি দাগের ১৩৪ শতাংশ জমির মালিক গোপনগরের বিমল ঘোষ, প্রতীক ঘোষ, সুদেব ঘোষ, জয়ন্ত ঘোষ ও পাকন্ত ঘোষের পরিবার। ধামরাইয়ের আশুলিয়া গ্রামের বোরহান উদ্দিন কৌশলে বিমল ঘোষের কাকাত ভাই সঞ্জয়ের ২৫ শতাংশ জমি দখল করে নেন। এরপর থেকে বোরহান উদ্দিন জাল কাগজপত্র বানিয়ে তা ভোগ দখল করে আসছেন।
জমি দখলের পর থেকে তারা প্রাণভয়ে এলাকা ছেড়ে অন্যত্র বাস করছেন। সম্প্রতি স্থানীয় কিছু লোকজন তাদের সহায়তার আশ্বাস দিলে তারা ঐ জমি পুনরুদ্ধারের চেষ্টা চালান। এতে ক্ষিপ্ত হয়ে বোরহান উদ্দিন ও তার লোকজন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করছেন। এমনকি তাদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
এটাই মোটামুটিভাবে এদেশের হিন্দুদের ভাগ্য।
এখন যদি কোন কারণে হিন্দুরা সম্মিলিতভাবে এ সকল বদমাশির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলেই চেঁচামেচি শুরু হয়ে যাবে। বলতে পার ব্লগে যারা আছ, এর প্রতিকার কি ? এ ধরণের ন্যাক্কারজনক কাজকে যারা নীরবে বা সরবে সমর্থন করে যাচ্ছে, তারা কিন্তু আদতেই দেখতে অক্ষম কি ভয়ানক পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। কবে যে এ মরার দেশে প্রকৃত মানবতা বা ইনসানিয়াত মাথা তুলে দাঁড়াবে, সৃষ্টিকর্তাই জানেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।