আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিশ্বের কোনো স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের থাকতে দেওয়া হয়নি। এদেশেও তাদের ঠাঁই হবে না। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুরের বাগাদী চৌরাস্তা মোড়ে দুপুরে এক পথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার করেছে, তাঁদের বিচার আমরা করবই করব।’ যুদ্ধাপরাধীদের বিচারে খালেদা জিয়া, জামায়াত-শিবির ও তাদের দোসরেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, আমি নাকি ১৯৭১ সালে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছি। ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। আর খালেদা জিয়াকে পাকিস্তানিরা আতিথেয়তা করেছিলেন। তাহলে আপনারাই বলেন যুদ্ধাপরাধী কে?’ পথসভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান ইউসুফ গাজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। খবরের সূত্র এই লিংকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।