আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গ প্রতিবেদন

নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন ইশ্বর স্বর্গ-নরকের বার্ষিক বিবরনীতে চোখ বুলাইতেছিলেন, কিন্তু হাতের কাছে চশমাটা পাইতেছিলেন না বলিয়া ভালো করিয়া বুঝতে পারছিলেন না যে মকরাইল ব্যাটা কোথাও গাপলা করছে কিনা? এই হইয়াছে আরেক যন্ত্রনা, আসলে বয়ষটা অনেক বাড়িয়া গিয়াছে বলিয়া ঠিক মত সব দিক দিয়া নজর রাখিতে পারে না বলিয়া দেব দূত গন কাজে কামে বড়ই ফাকি দেয় । এইতো সেদিন শুনিল কিবরিল ব্যাটা নাকি কোন হুরকে সিটি মারিতে গিয়া ভূল করিয়া বাশির বদলে শিঙ্গায় ফুক দিয়াছে । তাহাতে নাকি পৃথিবীতে একখান দোলাচল শুরু হইয়া গিয়াছিল । বঙ্গ দ্বীপের কয়েকশ আলেম ওলামা নাকি ঘোষনা দিয়া ফেলাইছিল যে মহা প্রলয়ের কাউন ডাউন নাকি শুরু হইয়া গিয়াছে। হিসাব দেখিতে গিয়া নজরে পরিল স্বর্গে সুরা পানের যে কয় লট যাবার কথা তাতো যায় নাই বরং উল্টো নরকে বরাদ্দের চেয়ে বেশি পরিমান দেওয়া হইয়াছে।

যত সব অপদার্থ আর অকাট র্মূখ দিয়া স্বর্গ ভড়িয়া গিয়াছে বলিতে বলিতে মকরাইলকে তলব করিলেন। মকরাইল আসিয়া দেখিল ইশ্বর তাহার দিকে রুষ্ট দৃষ্টিতে তাকাইয়া রহিছে। তাই সে প্রথমে কায়দা করিয়া বাউ করিয়া কহিল, প্রভু নতুন একখান স্কিম লইয়া অত্যাধিক ব্যাস্ত আছি তাই বেশিক্ষন সময় দিতে পারিব না । যাহা বলিবার সময় সংক্ষেপ করিলে ভালো হয় । ইশ্বর কহিলেন, বটে।

তা গত শতাব্দির বার্ষিক বিবরনীতে দেখিতেছি। তুমি কয়েকশ ােদনা রাজনীতিবিদকে কোন হিসাব কিতাব না লইয়াই বেহেস্তে ডুকিবার পারমিট দিয়াছ, কারনটা কি? মকরাইল একটু ম্যান ম্যান মার্কা হাসি দিয়া কহিলো, আজ্ঞে কর্তা তাহারা তো বেহেস্ত যাইতে চাইছিলেন। তাই ভাবিলাম দেই বেচারাদের মনোবাঞ্চা পূর্ন করিয়া। আফটার অল আপনার দয়ার শরীর । পামে ইশ্বর একটু ঘলিলেন তবে কণ্ঠে উষ্মা প্রকাশ করিয় কহিলেন, তা বটে ।

কিন্তু এইখানে আবার দেখা যাইতেছে, ব্যাকরাইল ব্যাটা ভুল করিয়া কয়েকশ মানুষকে দুনিয়া থেকে তুলিয়া লইয়া আসিয়াছ। যাদের এখন দুনিয়ায় থাকার কথা । মকরাইল পূর্ববৎ দাত কেলাইতে কেলাইতে কহিল, আজ্ঞে এই বিষয়ে স্বর্গে একটা প্রতিবেদন জমা পড়িয়াছে । তদন্ত কমিটি এখনই মূখ খুলিতে রাজী নহে। তাহার ঘটনার পূঙ্খানপুঙ্খ তদন্ত করিতেছে।

ইশ্বর কহিলেন, বটে। তা তুমি এবং তোমার সাগরেদ গন নাকি হানিমুন এর জন্য মঙ্গল গ্রহে আবাসন প্রকল্প শুরু করিয়াছ। আর নাস্তিক মনুষ্যকূল বায়নোকূলার না কি ছাতার মাথা দিয়া তোমাদের দেখিয়া হইচই বাধাইয়া দিয়াছে। মঙ্গল গ্রহে প্রানের সন্ধান পাওয়া গেছে। আর একটু বেশি পাওয়ারওলা হইলে নাকি তারা স্বর্গ পর্যন্ত দেখিয়া ফেলিবে।

মকরাইল কহিল, প্রভু ইহা লইয়া আমরা একটু চিন্তিত তবে বিকলিষ ব্যাটাকে কাজে লাগাইয়া দিয়াছি। ও অলরেডী একটু ফলাফল জানাবে বলিয়া কহিছে। তা ইশ্বর আমি এখন যাই মেলা কাম পরিয়া রহিয়াছে। আমি না গেলে দেবদূত গন কোন কাজ করিতে চায় না। ইশ্বর কহিলেন, যাবা যখন যাও ।

তা স্বর্গ আর নরকের দেবদূতগনের দিকে একটু খেয়াল টেয়াল রাখিও । উহারা বড়ই ফাকিঁবাজ হইয়া গেছে। যাইতে যাইতে মকরাইল পূনরায় ভেটকি মারিয়া মিনমিনাইয়া কহিল, “যার যার কাম তার তার সামলাইতে হইবে, আমার কি ঠেকা পরিয়াছে তাহাদের কামের পাহাড়া দেওয়ার”। [ ইহা সম্পূর্ন একটি কাল্পনিক পোষ্ট । ইহার সাথে বর্তমান কারো কোন বিবৃতি মিল খুজতে যাওয়া বৃথা ।

খুজিতে চাইলে নিজ দ্বায়িতে খুজিবেন। লেখক কাহার ও চিন্তার দ্বায়িত্ব নিতে রাজী নয়। ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.