বহু কসরতের পর তুমি বিবর্তনের সূত্র পেয়ে গেছ বলে মনে হয় তুমি এখন সত্যি সত্যি এক অভিজাত নেকড়ে চাঁদ এবং রৌদ্রালোকে যে তুমি খামাকাই প্রগলভ ছিলে যে তুমি পাতাকুড়ানিদের সাথে হো হো হা হা... সে কেবলি ইতিহাস, সে কেবলি সেই কবেকার। তুমি এখন সত্যি সত্যি এক অভিজাত.... তোমার হাস্যকর খেলো কথাই এখন ক্ল্যাপধর্মি তুমি এখন খোলসাবৃত এক অভিজাত জানোয়ার তোমার ঘেউ ঘেউ-ই এখন অমৃতের বাণী অভিজাত প্রভুদের চাল তুমি ইতোমধ্যেই খুব পেয়ে গেছ তবু তোমার পকেটে থাকবে একমুঠো ঘাস আর টুপিতে গোঁজা থাকবে ঘাসের পালক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।