আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন



হৃদয় চিত্তের সাদা দেয়ালে, কান্নার মতন ঝরতে চায় - কিছু চাপা কষ্টের লাল স্রোত। শকুনের নির্মম ছোবলের মতন – লাল কালিতে ভেজা কষ্টের তুলি - কে যেন স্থির প্রতিজ্ঞায় দাঁড়িয়ে – ছুড়ে দিল কষ্টের গহীন সমুদ্রে। অসম্ভব বিদ্বেষ নিয়ে চোখ তুলে দেখি, ব্যাথিত চাপা কষ্টরা হতবাক বিস্ময়ে – বাঁচার হাস্যকর প্রচেষ্টায় সাঁতার কাটছে – যেভাবে ক্ষুদ্র জীব মুক্তি চায় ডাইনোসরের, রক্তহিম করা উত্তপ্ত নিঃশ্বাস থেকে। চেতনার শব্দহীন করিডরে মৃদু হাঁটাহাঁটি, অসংখ্য বিবেকের ঝলকানিতে মুখরিত হয়ে – চোখ তুলে চাইতেই দেখি দাঁড়িয়ে আছ তুমি, হাতে লাল একটি ক্ষীণ স্রোত নিয়ে। বিবেকেরা বলল, এই-তো সে-ই পাষানি ! শব্দের তীব্র ঢেউ তুলে হেসে উঠল – চাপা কষ্টের ছোট্ট লাল স্রোত । ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বেজে উঠল – এখন থেকে আমিই আনন্দ, ভালবাসা ! সমুদ্রে চোখ তুলে দেখি সাদা ডিঙ্গিতে – কষ্টরা বিবর্তনের ভীষণ আনন্দে হাসছে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।