আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
ঊর্ধস্থিত দক্ষিণবাসী সুখি এক বিহঙ্গপুঙ্গব আলবাট্রস প্রবাল-প্রাচীরের উপরিতলের অধরোষ্ঠে খোঁজে প্রহেলিকার মোহঘোর, নিশ্চল বাতাসে প্রতিধ্বনিত হয় সমুদ্র-কিংবদন্তি মরুভুমি পেরিয়ে উইলোর পাতায় আঁচর দিয়ে বলে যায় সবুজবিপ্লব আর অন্তঃসাগরীয় যুদ্ধের ইতিহাস । হতে পারে সমুদ্র তীরবর্তী কিংবদন্তির পৌরাণিক কোন ভূখণ্ড অথবা পৃথিবীপৃষ্ঠে, সুর্য সুরভিত মেঘের নিচে অ্যালবাট্রস উপনিবেশ, আর মেরুবলয়ে দলবদ্ধ নৃত্যরত দিবাচারীর ফসিল জমে থাকে হেরোডোটাসের বিস্মৃতিতে, দর্পণে বিম্বিত মানসপটের মোহ বিলাসী স্মৃতি । সালোক সংশ্লেষিত হয়ে আমাদের নিষ্পাদিত কাজ লাভ করে সমবিস্তৃতি, বিশ বাঁও অতলান্তিক জলানূকুলে সমুদ্রেগামী জাহাজ, খেলাচ্ছলে নাবিকের হাতে বন্দী হয় ভ্রমণসঙ্গী পর্যটক শাদা ডানা ছড়িয়ে দেয়া সেই বিভ্রান্ত সুন্দর । মেঘ সওয়ারি কবির কবিতার পৃষ্ঠাসজ্জায় মেঘের আর্শিবাদেই সৃষ্টি হয় অপভ্রংষীয় সুনামী কিংবা পত্রমুকুলের পতন ঘটে গ্রীষ্মের ঝড়ের বিশৃঙ্খল এনট্রপিতে । অধরা রংধনুও হারিয়ে যায় সুদূর নীলমায়, দৃষ্টির সীমানায় পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে হাজার বছর ধরে জমা শিলাখন্ড ল্যান্ডস্লাইড়ে ধ্বসে পড়ে মহাকালীক পাথুরে সৌধ আলো সরিয়ে বাসা বাধে ঘনান্ধকার, অতলস্পর্শী মহাকালীক আধার মহাকালের অন্তহীন চক্রে বরফের খাড়া ঢাল বেয়ে পিছলে নেমে আসে, বিলীন হয় প্রতিদিন অপসৃয়মান তারায় । বংশপরম্পরায় জীবনের নীলনকশার বিবর্তন, নিরবচ্ছিন্ন অভিযোজন নিশীথের লীলাভুমিতে প্রতিধ্বনিত হয় শাশ্বত বিপন্নতার আয়োজন অপেরার নাটকীয়তার সংশয় মেঘে আচ্ছন্ন পথহারা সমীরনের অশরীরী প্রান অতলস্পর্শী শূন্যতাবোধে জলতরঙ্গের ছন্দায়িত সিম্ফনি ক্রমেই হয় বিলীন । কালের স্রোতে বিপরীত বর্গীয় আকর্ষণে সৃষ্টি হয়ছিল উপবৃত্তাকার আবর্তন আর রাতের আধারে মিটমিট জ্বলেছে জোনাকীর নীলাভ দ্যুতি লুসিফারিন । অন্ধকারে বিচ্ছুরিত হীরকের দ্যুতির মত ক্রমবিকাশের বিবর্তন সূর্যালোকের মহি্মারশ্মি দিয়েছিল অস্তিত্বের শক্তি, আলো-বাতাস-নিসর্গ উত্তাপে গলেছে বরফ, মহাসমুদ্র পথে বিবর্তনে রহস্যময় প্রাণের স্পন্দন, বিস্মৃতির অতলে ক্রমেই হয় ম্রিয়মান সেই হিরন্ময় অস্তিত্ব । ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।