আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন ব্লগ.. থুক্কু... ব্লগ অন বিবর্তন

I realized it doesn't really matter whether I exist or not.

বিবর্তন মূলত সাহিত্য, সংবাদ ও বিনোদন বিষয়ক অনলাইন বাংলা ম্যাগাজিন পত্রিকা। যে কোন লেখক স্বরচিত গল্প, কবিতা, প্রবন্ধ, রচনা, প্রতিবেদন ইত্যাদি লিখে পাঠাতে পারেন বিবর্তনে। বিবর্তন দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সুবিধাবঞ্চিত প্রতিভাবান লেখকদের লেখা প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। যেকোন লেখকের নিজস্ব লেখার ধারা বজায় রেখে লেখা প্রকাশ করে বিবর্তন। এমনকি কেউ যদি টাইপ করতে নাও জানে, তবুও তার লেখা প্রকাশ করবে বিবর্তন।

অর্থাৎ, সব বয়সের সবার জন্য লেখালেখি তথা সাহিত্য চর্চার এক অন্যতম মাধ্যম হতে পারে বিবর্তন বাংলা। সম্প্রতি বিবর্তনে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে যেখানে বিবর্তনের লেখকগণ নিজেদের জীবনে ঘটে যাওয়া সুখ-দুঃখের কথা শেয়ার করতে পারবেন বিবর্তনের সকল পাঠকদের সাথে। এই ক্যাটাগরির নাম দেয়া হয়েছে "জীবনের পথে"। জীবনের পথে ক্যাটাগরির জন্য আপনি আপনার জীবন সম্পর্কে লিখতে পারেন। লিখতে পারেন আপনার এলাকা, বাসস্থান কিংবা গ্রামের চালচিত্র বা জীবনযাত্রা নিয়ে।

এছাড়াও নাগরিক জীবনে নানা দুর্ভোগ নিয়ে মতামত বা ক্ষোভ প্রকাশও করতে পারেন বিবর্তনের "জীবনের পথে" বিভাগে। আপনারা সকলে এ বিভাগে লেখা পাঠানোর জন্য আমন্ত্রিত। লক্ষ্যণীয়ঃ আমাদের জীবনে আমরা নানা সময় নানা ধরণের ঘটনার মুখোমুখি হই এবং এ থেকে বিভিন্ন ধরণের অভিজ্ঞতা অর্জন করি। বিবর্তনে এ জাতীয় অভিজ্ঞতা নিয়ে লেখার জন্য "অভিজ্ঞতা" নামে আরেকটি বিভাগ আছে। সুতরাং আপনার প্রেরিত লেখা প্রকাশের যোগ্য হলে "জীবনের কথা" কিংবা "অভিজ্ঞতা" এই দুইটি ক্যাটাগরির যে কোন একটিতে প্রকাশিত হতে পারে।

বিবর্তনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। মূলঃ http://bn.biborton.com/content.php?id=86

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।