তুমি অনেক বদলে গেছ ...
এখন আর তুমি আমার জন্যে হাসোনা,
অশ্রু ঝরেনা আমার শুন্যতায়
আমার স্বপ্ন গুলো এখন আর তোমার শুভ্র জোছনা নয়,
দিন কাটেনা আমার কথকতায় |
এখন আকাশের অশ্রুকে তুমি বৃষ্টি বলো
আমার নামটাও আজ তুমি বিস্মৃত !
এখন আর শ্রাবণ ঢলে ভিজতে গিয়ে
আমার ছোঁয়া ভেবে হওনা তুমি শিহরিত !
তুমি এতোটাই বদলে গেছ ...
তোমার রাত জাগা ক্ষণ গুলো আজ
কেটে যায় অন্য কারো ভিন্ন রঙা স্বপ্নে,
আমি একা আজো জেগে রই
তোমার স্মৃতি গুলো আকড়ে ধরে যত্নে |
তুমি কতই না বদলে গেছ !
আমি এখনো নিশ্চুপ বসে থাকি
ভালোবাসার ঝর্ণাধারার পাড়ে
তোমার প্রিয় সোনালী গলার হাসের ছানা দেখে
তীব্র অভিমান অশ্রু হয়ে ঝরে |
বদলে যাওয়া তুমি আজ কত দূরে ....
এখন তুমি আমার জন্যে মেহেদী পড় না
আমারই জন্যে কাজল দাওনা প্রিয় দুটি চোখে
লজ্জা রাঙ্গে না ফর্সা দুটি কপোল
তোমার পানে আমার মুগ্ধ দৃষ্টি দেখে |
সত্যিই ! তুমি ভীষণ বদলে গেছ ...
--------------------------------------------------------------------
কল্পনার এক মানবীর সাথে প্রায়ই আমি অনেক মান অভিমান করতাম | অসম্ভব রকম ভালোবাসা নিয়ে কল্পনার চোখ মেলে দেখতাম তাকে | ভীষণ অসহায় মুহুর্তগুলোতে চোখ বুজলেই সে আমার পাশে এসে দাঁড়াত, কাউকে বলতে না পারা কষ্টে গোপন অশ্রুতে চোখ ভিজে গেলে পরম মমতায় চোখ মুছে দিত , প্রবল হতাশার মাঝে শোনাত নীরব সান্ত্বনার বাণী !
ইদানিং বদলে যাচ্ছে আমার কল্পনার জগৎটা | আর খুব সম্ভবত এজন্যেই , সেও সাথে বদলে যাচ্ছে |
আমার কল্পলোকের সেই ভীষণ ভালোবাসার মানুষটার প্রতি অসম্ভব রকমের অভিমান নিয়েই উত্সর্গ করলাম এই কবিতাটা ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।