আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই....

(কবিতাটা এই লিঙ্কে পড়লে হয়তো আরেকটু ভাল লাগতে পারে) অসময়ে বৃষ্টি দেখলে এখন তোমার রাগ উঠে যায় খুব! অথচ একটা সময় ছিল বৃষ্টি নিয়ে কবিতা লিখতে ই-মাইনরে সেই কবিতায় সুর বসাতে কাঁচের দেয়ালে বৃষ্টি-রেখায় নাম-না-জানা কত্তগুলো নদী জেগে ওঠে গুনতে সে সব! বৃষ্টির তরে তখন তোমার সব কাজ ফেলে অখন্ড অবসর... যে তীব্র দমকা হাওয়ায় বৃষ্টির ছাটে- পথের পাশের দোকানিরা সব বেসাতি গুটাতো, সেই হাওয়াটাই পাগলের মত উড়িয়ে নিয়ে যেত তোমায় পথের মাঝে; উড়তে তুমি - ভেজা-কাঁধ-চুল ভিজে জপজপে জিন্স-ফতুয়ায় দোকানের গায়ে গা-সেঁটে থাকা বৃষ্টি থেকে গা-বাঁচানো বিরক্ত সব পথচারীর চোখে তাকিয়ে হাসতে উদার... বৃষ্টি এলে, আজ কি তুমি 'বিরক্ত সেই পথচারী'দের দলে? গাড়ির কাঁচের বাষ্প তোমার বৃষ্টিকে আজ 'পর' করে দেয় অসময়ে বৃষ্টি দেখে তোমার এখন মেজাজ খারাপ খুব! ট্রান্সপোর্টেশনে বিরাট ঝক্কি সে কথা না-হয় বাদ-ই দিলাম ভেজা বাতাসে স্টকগুলো সব খুব দ্রুত গুদামে পঁচবে লস্ হয়ে যাবে - ভাবছো তুমি চিন্তাজুড়ে এখন তোমার ব্যস্ত বাস্তবতা এমন সময় বৃষ্টি বাড়লে এখন তুমি বিষন্ন - অদ্ভূত! কাঁচের রেখায় নদী গোনা সেই ছেলেটা কবেই মরে ভূত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।