আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন

মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই..

এইখানে ছিলো মেঠোপথ আর একজোড়া ঘুঙুর বটগাছ ছিলো, ছিলো কৃষ্ণের বাঁশি এই পথ দিয়েই হেঁটে গিয়েছি শীতল হয়েছি বটের ছায়ায় তখনো জীবিত পানাম নগর চাবুকের শব্দ অথবা খুরের আওয়াজ শিহরণ জাগানিয়া গান ছিলো যেন- আমার কবিতা তখন পানিপথের তরবারি! এখন এই যে আমি এইখানে বসে রিমোট চেপে চ্যানেল বদলাই আরামকেদারায় চোখের সামনে খ্যামটা নাচে মোল্লা-পুরুতেরা একালের যুবরাজেরা ভোগে সিফিলিস রোগে হিমঘর থেকে বরফ শীতল মৃতরা উঠে এসে- আমার সুস্বাস্থ্য পান করে, আমি ও আমার কবিতা আজ- কারো কারো দাঁতের খিলান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।