অন্ধকার কুঠুরী থেকে উঠে আসা অতপর পিছ ঢালা পথে হেঁটে চলছি খালি পায় সভ্যতার সলতেয় আগুন জ্বেলে আলোকিত হতে চাই অথচ মোমের মত শুধু ক্ষয়ে যাই অন্ধকার ভিড় করে পায়ের তলে জেগে উঠা ডাইনোসরের হুংকারে হয়ে উঠি গিনিপিগ দেখি ভাতের অভাবে আমার সন্তানের বন্ধু হয় ডাস্টবিনের নেড়ি কুকুর স্বপ্ন আঁকা খেরোখাতাটাকে দুমড়ে ফেলি তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে আবার তুলে আনি দুমড়ানো স্বপ্ন খাতা বাম বুকের রক্ত বিন্দু দিয়ে আঁকতে চাই স্বপ্নটাকে গভির থেকে গভির হয় রাত ,পারিনা অতপর কাছেই কোথাও ডেকে উঠে শিয়াল তখন ভুলে যাই আমি মানুষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।