আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন

আমার পরিচয় দিবে আমার কথা,আমার কাজ

আজ সকাল বেলা ঘুম থেকে উঠেই মন হলো বন্ধু রাজি এর একটি অনুরধ আজ পুরন করবই। অনেক দিন থেকেই সে আমাকে চাপ দিয়ে আসছিল এখানে রেজিস্ট্রেশন করার জন্য। ভাব্লাম আজ তাহলে ওর মনের ইচ্ছা টা পুরন করেই ফেলি। জেই ভাবা সেই কাজ। করে ফেললাম রেজিস্ট্রেশন।

এখন শুরু করার পালা বিবর্তন এর ধারা। কিন্তু তখন এ পরলাম আর এক ঝামেলায় । প্রথম দিন কি নিয়ে লিখব তাই খুজে পেলাম না। ঠিক সেই সময় আবার অ কান্ডারী হলো রাজি। যাই হোক।

রাজি এর সুবিবেচনায় জেকন বিসয়ে লিখছি। কিন্তু কি সে বিষয়?? আরে ভাই সেটাই তো ভাবছি। ভাবতে দিন গূরুজন বলেন,বেশি বেশি ভাবলে নাকি মাথাইয় নতুন নতুন বুদ্ধি আসে। creativity বাড়ে। ্ভাবতে দিন।

ভাবার সনয় এত কথা বলতে নেই। তাতে ভাবনায় ছেদ পড়ে। ভাবনাগুল এলমেল হয়ে যায়। প্লিজ বন্ধুরা,প্রশ্ন করে বসবেন না যে কতক্ষন ধরে ভাবতে থাকব। কিছু করতে বলে বসবেন না প্লিজ।

দেশের বড় বড় মানুষ দের দেখুন। তারা সারাদিন ভাবেন। নানা ভাবনায় তারা বুদ থাকেন। কই তাদের কে তো কেউ জিজ্ঞেস করে না,কি করছেন আপনি?কি ভাবছেন আপনি? আপনারা জিজ্ঞেশ করুন আর না করুন,আমি জিজ্ঞেশ করবই। কি করছেন আপনারা?কি ভাবছেন আপনারা?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।