তোমাকে চিনতে আমার অনেক কষ্ট হচ্ছে তুমি কেমন যেন কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো ঝড় কখনো সৃষ্টি, কখনো চাদ কখনো অন্ধকার রাত, কখনো জানা কখনো একবারেই অজানা .. তুমি কি এমনি জানতে অনেক ইচ্ছে করে তোমার কাছে তোমার চাওয়াটাই বিশাল অন্যের জায়গাটা অনেকটা তুচ্ছ.. মনটা নরম,কন্ঠ সুরেলা হলেও লোকুচুরি খেলাটা তোমার পুরোনো অভ্যাস, আমি জানতাম.. বন্ধু মানে আনন্দ-দু:খকে ভাগ করে নেয়া কিন্তু তোমার কাছে তা হীতে বিপরীত তোমার কাছে বন্ধু নিয়ে আছে বিভেদ কাউকে মন দিয়ে ভালবাস আবার ইচ্ছে করে দুরে ঠেলে দাও কেউ ভিনদেশী আর কেউ তার চেয়ে বেশী নাকি এক বন্ধুর বেলায় তোমার সাজানো সব খেলা আর সত্য মিথ্যার সমাহার সত্যি কি তুমি তেমনি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।