আকাশলীনা কোন চিরন্তন সত্য মান কি না? আকাশলীনা ধ্রুবতারা চেন কিনা? কোটি তারার মাঝে ধ্রুবতারা একটাই যার অবস্থানের কোন পরিবর্তন নাই। ওটাকে ধরে ই হারানো পথের সন্ধান মেলে পথিকের ওটাকে নিশ্চিৎ জেনেই নিশ্চিন্ত পথচলা অন্যগ্রহের। তুমি ধ্রুবতারা আকাশলীনা আমার মনে তোমাকে নিশ্চিত জেনেই পথ চলা এই ভূবনে। আকাশলীনা আরো ব্যথা দিবে কিনা? আকাশলীনা আরো নিরোত্তর রবে কিনা? আকাশলীনা কথা দাও চন্দ্র সূর্য ধ্রুবতারা হোক তারা দিশেহারা তোমাতে আমাতে অনিবার্য মিলনকাব্য হবে গড়া। পৃথিবী নিয়ত ঘুরে সূর্যের চারিধারে এ কথাটিও মিথ্যে হতে পারে! সূর্য পূর্বদিকে কোন একদিন না ও ওঠতে পারে! আকাশলীনা তুমি আমার হবে না এটি কভু হবার নয়!! তোমার আমার পরিণয় অনিবার্য এক সত্য এ বিশ্ব চরাচরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।