আকাশলীনা চির সবুজ তুমি,
বার্ধক্য তোমাকে স্পর্শ করতে পারে না;
যেমন পারেনা দিনের আলো রাতের তারাকে।
তুমি অনন্ত যৌবনা; প্রজাপতির মতন
চঞ্চল তোমার মন।
তুমি ছুটে চল ঝরণার ছন্দে
তুমি গেয়ে যাও সুকন্ঠী পাখির আনন্দে।
তুমি শোভা ছড়াও ফুলের গন্ধে।
সময় বুড়িয়ে যায়,
কত পূর্ণিমা চাঁদ সূ্রযে লুকায়,
কিন্তু বয়স তোমাকে ছোয় না।
তুমি কিশোরীর মতন,
তুমি সুখের স্বপন।
তুমি পরীর দেশের পরী
বয়সেরে করেছো চুরি;
নিষ্পাপ রূপসী তুমি তুলনাহীনা
তুমি ড়নীল আকাশে সাদামেঘ আকাশলীনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।