আমাদের কথা খুঁজে নিন

   

আকাশলীনা কোথায় থাকো?



আকাশলীনা কোথায় থাকো? কোন অজানায় স্বপ্ন আঁকো! মনে হয় হাজারো বছর তুমি নেই, এ শূন্যতার জ্বালা অসহনীয়, কাকচক্ষু দিয়ে খোঁজেও তুমাকে পাইনি। আসমুদ্রহিমাচল সিন্ধু থেকে নীল নদ কোথাও নেই তুমি নেই নক্ষত্রে নেই গ্রহানুপুঞ্জে্ নেই আষাঢ় শ্রাবণ ভাদ্রে নেই অন্তরীক্ষে জলে স্থলে। ভেবোনা পালিয়ে যেতে পেরেছো তুমি আছ তুমি খাকবে হৃদয়ে আমার এখান খেকে কেউ পারবে না ছিনাতে তোমায় তুমি চাইলেও নয়; আমার মানসপটে তুমি অব্যয় অক্ষয়। আকাশলীনা প্রকাশিত হও এই আমাকে একান্ত আপন করে নাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।