কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
Suranjana don't go yonder,
Don't talk to the youth over there;
Come back Suranjana;
in the night lit-up with the silvern stelar fire;
সুরঞ্জনা, ওইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা;
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
Come back to these fields, these waves;
Come back to the heart of mine;
from far to farther-- far away
with that youth go ye no more.
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে – আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
What talk do you have with him, with 'im!
In the sky behind the sky
you are like earth today:
His love comes up as grass over it.
কী কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ;
তার প্রেম ঘাস হয়ে আসে।
Suranjana,
Your heart is grass today;
air beyond air-
sky beyond sky.
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস;
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।
Transated by: HarunAl Nasif
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।