আমাদের কথা খুঁজে নিন

   

আকাশলীনা


একদিন বিকেলে আমরা দুজন চলে যাবো, নাম-না-জানা, ঝির ঝির বয়ে চলা, দূর পাহাড় ছুঁয়ে থাকা, নির্জন শান্ত গাঢ় নীল এই গভীর হৃদটা পেরিয়ে- ছোট্ট পানসিটা বেয়ে। রাখাইন ছেলেটা অবাক চোখে তাকিয়ে রইবে তার মাছ ধরা ফেলে। যেন আমরা কোনো অজানা গ্রহের না-জানা প্রাণী। পাড়ে নেমে সর্পিল আঁকাবাঁকা এই পথটি বেয়ে ওপরে উঠে যাবো আমরা, আমাদের লক্ষ্যস্থল হবে, ঐ পাহাড় চূড়া। পেছনে ফেলে শান্ত শীতল জল অপার্থিব সৌন্দর্য্য আমি মুগ্ধ হবো! মনে হবে এমন সুন্দর মুহুর্ত আর কখনও পৃথিবীতে আসেনি।

পাহাড়ের অপুর্ব সুন্দর এ ঢালটায় গিয়ে বসবো আমরা । সবুজ নির্জনতায় মন হারাবো। পাশাপাশি শুয়ে দেখবো আমরা নির্জন সে লোকান্তরে মাথার ওপরে কিন্তু খুব কাছাকাছি চলে আসা নীলাম্বরী আকাশ। তুমি অবাক কন্ঠে বলবে "দেখো, ঠিক সাদামেঘের মত মেঘরঙ শাড়ি তোমার। " আর তখনি আমার চোখে পড়ে যাবে, তোমার আকাশরঙ নীল শার্টটা তুমি আমাকে অনেক ভালোবাসায় আর আদরে মুড়িয়ে দিও ।

আমাদের দেখাবে ঠিক আকাশ আর আকাশের ঐ মেঘটার মত। আকাশের বুকে যেমন মেঘ জেগে থাকে তেমনি তোমার আকাশরঙ নীল শার্টের বুকে জেগে রইবো মেঘরঙ শাড়ি এই আমি। উফ! ভাবতেই বুক ধুকপুক করছে আমার! পৃথিবীটা যেন এক পলকে স্বর্গ হয়ে যাবে। তারপর গাঢ় অন্ধকারে, চারিদিক ঢেকে যাবার পরও ফিরে যেতে চাইনা আমি। তারপর ? তারপর কি হবে ??? একটা পরী অথবা এক রাজকুমারের গল্পের শুরু ! আমার একটা মেয়ে হয় যদি তার নাম রাখবো প্রজাপতি ।

আর ছেলে হলে? এখনও ভেবে দেখিনি তবে তার নাম রাখা যায় রুরু রুরু মানে হরিণ, তোমার হরিণ চোখের মত চোখ হবে তার। নাহ্‌ নামটা বড্ড মেয়েলী হয়ে গেলো। থাক, তুমিই একটা নাম ভেবে বের করো নাহয়। মেয়েটাকে আমি নাচ শেখাবো, আর ছেলেটাকে শেখাবো গান। তোমার গান গুলো একদিন গাইবে সে কি যে মজা হবে তখন! গানগুলো শুনতে শুনতে আমি চুপি চুপি ফিরে যাবো সেই পাহাড়ের ঢালটায় একদিন নির্জন কোনো এক গোধুলীতে স্বর্গ নেমেছিলো যেথায়।

(আকাশলীনা খুব প্রিয় এই নামে কি ডেকেছিলে কোনোদিন? ভুলে গেছি। ) http://www.mediafire.com/?dys7ou8t0bn8t3r
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।