কবিতা মোড়ানো ছিল ভোরের বাতাসে মনের ভেতরে স্বপ্নধুলো আকাশের বুকে কাশবন ঢেউ আধবোঁজা চোখে আজ এভাবেই একটি সকাল খিড়কিতে রাখে হাত। পাখীদের মিষ্টি সুরে দুলে উঠলো শূন্যতা যতো ভেতরে তখন দারুণ বৃষ্টি—বাইরে শরৎ কাল। রাতের বাঈজী চাঁদ দিনের আকাশে লীন মেঘের চাদর সরে গেলে আরো নটি হয় শশীবালা শরতের সব কবিতা মেঘে মেঘে দিশেহারা দিনের আকাশে পাশ ফিরে শু’লে কলাবতী চাঁদ আকাশনীলে তাকিয়ে দেখি আমার মরন ফাঁদ! সরল অঙ্কে যোগ-বিয়োগের খেলা হিসেব কষেই কেটে যে যায় বেলা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।