আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গীতের মৃত্যুর দিন...

blog_id: 85969 ৩ ফেব্রুয়ারী; ১৯৫৯ সাল। তখন ভর রাত-দুপুরের হীম-শিতলতায় উড়ে চলছে একটি চার্টাড করা বীচক্রাফ্ট বোনানজা প্লেন। ডাউইয়ার ফ্লাইং সার্ভিস, মেসন সিটি, আইওয়া থেকে ভাড়া করা N3794N পরিচিতি নাম্বারের হালকা এই প্লেন-টি মাত্র কয়েক মিনিট পূর্বে মেসন সিটি মিউনিসিপ্যাল এয়ারপোর্টে ত্যাগ করেছে। মাত্রই এটি পৌছেছে পাচঁ মাইল উত্তর-পশ্চিমের ক্লীয়ার লেক এলাকায়। যাত্রী আমেরিকার রক এন রোল ইতিহাসের অন্যতম উঠতি কয়েকজন তরুন সঙ্গীত স্রষ্টা।

গন্তব্য তাদের মুরহেড, মিনেসোটা। কিন্তু সেই গন্তব্যে আর কোনো দিনই তাঁরা পৌছাননি... অনেক বছর পর... ১৯৭২ সালে... গায়ক ডন ম্যাকলিয়ান তাঁর “আমেরিকান পাই”-এ এই তরুণদের উদ্দেশ্যে নিবেদন করে “সঙ্গীতের মৃত্যুর দিন” শিরোনামে একটি গান যা ইউ.এস. টপ-চার্ট-এ ১ নম্বর-এ উঠে আসে... সেই দূর্ঘটনায় প্লেনের মধ্যে পাইলট ছাড়া আরো ৩ জন যাত্রী ছিলেন... যারা হলেন... ১ম যাত্রী... টেক্সাসের লুব্বুক থেকে উঠে আসা বাড্ডি হলি (Charles Hardin Holley) ছিলেন মধ্য-পঞ্চাশের অন্যতম প্রধান রক এন রোল তারকা যিনি এলভিস প্রিসলির মতো তারকাদের সাথে একত্রে একই মঞ্চে একাধিক অনুষ্ঠানেই কেবল অংশ নেননি বরং বব ডিলন আর পল ম্যাকার্টনি-এর মতো তারকাদের সঙ্গীত জীবনকেও প্রভাবিত করেছেন বিপুলভাবে। তিনি ও তাঁর ব্যান্ড "The Crickets" ছিলো সেই সময়ের রক এন রোল-এর অন্যতম প্রধান দল যারা ১৯৫৭ সালের টপ-চার্টের ১ নম্বর গান "That'll Be The Day"-এর পর একে একে বের করেছেন \"Peggy Sue\", \"Oh, Boy!\" \"Maybe Baby\", \"Early in the Morning.\" প্রভৃতি কালজয়ী গান। মাত্র ২২ বছর বয়সে মৃত্যুবরনকারী এই গায়ক তার সকল গানই নিজে লিখেছিলেন ও সুর করেছিলেন। ২য় যাত্রী... ২৮ বছর বয়সী জিলস পি রিচার্ডসন (Jiles P. Richardson) প্রথম জীবনে ছিলেন টেক্সাসের একজন ডিস্ক জকি (D.J.)।

ভক্ত-শ্রোতাদের নিকট "The Big Bopper" নামেই পরিচিত রিচার্ডসন একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৫৮ সালে তাঁর “Chantilly Lace” গানটি তাঁকে এনে দেয় প্রভূত জনপ্রিয়তা আর সেই সঙ্গে এটি উঠে আসে ইউ.এস. টপ-চার্টের ১০-এর মধ্যে। ৩য় যাত্রী... ১৭ বছর বয়সী রিচি ভেলেন্স (Richard Valenzuela) ২০০১ সালে রক এন রোল-এর হল অফ ফেমের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন; যারা সমাধিতে লেখা আছে ১৯৫৮ সালে তাঁর গাওয়া টপ-চার্টের সেই বিখ্যাত "Come On, Let's Go" গানটি। ক্যালিফোর্নিয়ার লস এজ্ঞেলস্‌-এর সন্নিকটের এক দরিদ্র পল্লীতে বেড়ে ওঠা এই কিশোর প্রতিভাকে পরিচালক বব কীয়ান মাত্র ১৫ বছর বয়সে আবিস্কার করেন। তাঁর অন্যান্য জনপ্রিয় গনের মধ্যে রয়েছে বান্ধবীকে উদ্দেশ্য করে গাওয়া \" Donna\", আর রেকর্ডটির উল্টো পার্শ্বে থাকা পুরাতন ম্যেক্সিকান বিয়ের সঙ্গীতকে রক এন রোল-এর আদলে গাওয়া \"La Bamba\" গানটি; আর এর ফলে জীবদ্দশায়ই এই সদ্য কৈশরোত্তীর্ণ গায়ককে আমেরিকান ব্যান্ডস্ট্যান্ডের তালিকায় যোগ করা হয়।

যেভাবে নিভে গেলো প্রাণ-প্রদীপগুলো... জানুয়ারীর ২৩ তারিখ থেকে ফেব্রুয়ারীর ১৫ তারিখের মধ্যে মাত্র ৩ সপ্তাহে ২৪টি শহরে ট্যুর করার জন্য বাড্ডি হলি আর তাঁর ব্যান্ড-দল The Crickets আয়োজন করে "The Winter Dance Party Tour"-এর। The Crickets-এ ছিলো বাড্ডি হলি, ওয়াইলন জেনিংস (Waylon Jennings) ও টমি এলসুপ (Tommy Allsup)। এছাড়াও এই ট্যুরে আরো অংশ নেয় রিচি ভেলেন্স, দি বিগ বোপার, ডিয়ন ডি মুসি (Dion di Mucci) এবং বেলমন্টস্‌ ব্যান্ড (The Belmonts)। ট্যুর বাসের হিটিং সিস্টেমে সমস্যা দেখা দেয়ার ফলে প্রচন্ড ঠান্ডায় তারা প্রায় জমে যাচ্ছিলো, এমন কি একজন ড্রাম-বাদক ফ্রস্ট-বাইটেও আক্রান্ত হলো। ফলে ক্লীয়ার লেকে শো শেষ করে পরের শো-এর স্থলে যাবার জন্য বাড্ডি হলি একটি প্লেন চার্টাড করলো যেনো শো করার আগে কিছুটা বিশ্রাম পাওয়া যায়।

জন-প্রতি ৩৬ ডলারে ডাউইয়ার ফ্লাইং সার্ভিস থেকে একটি চার সীট বিশিষ্ট এক-ইজ্ঞিনের বীচক্রাফ্ট বোনানজা চার্টাড করা হলো । পাইলট রজার পিটারসন ছাড়া অপর তিন যাত্রী হিসেবে যাবার কথা ছিলো বাড্ডি হলি, জেনিংস ও এলসুপ-এর; কিন্তু রিচার্ডসন ফ্লু-তে ভূগছিলেন বলে জেনিংস তার আসনটি তাঁকে দিয়ে নিজে বাসে যেতে রাজী হলেন। বাড্ডি একথা শুনে বন্ধুকে বললেন, \"Well, I hope your old bus freezes up!\" যার উত্তরে জেনিংস বললেন, \"Well, I hope your plane crashes!\" আর, ভেলেন্স বাসে যেতে রাজী না হওয়ায় এলসুপ এবং ভেলেন্স-এর মধ্যে অবশিষ্ট আসনটি নিয়ে টস করা হলো একটি কয়েনের মাধ্যমে; যাতে জয়ী হয়ে ভেলেন্স চড়ে বসলেন সেই মৃত্যু-যানে। রাত একটার কিছু পূর্বে যাত্রা হলো শুরু... ধারনা করা হয়ে থাকে... উত্তর পূর্ব দিক থেকে ধেয়ে আসা প্রবল ঠান্ডা বাতাসের ফলে দৃষ্টিগম্যতা হারিয়ে ফেলেন পাইলট; তাছাড়া পুরো মাটিই সাদা বরফে ঢেকে থাকায় তিনি কিছু চিনতেও পারছিলেন না। আবার অনেকের বিশ্বাস, পাইলট অনভিজ্ঞ এবং এই ধরনের প্লেনের যন্ত্রপাতি সম্পর্কে খুব একটা কিছু জানতেন না বলেই এই দূর্ঘটনাটি ঘটে।

প্রথমে একটি পাখা মাটিতে আঘাত করে এবং বিমানটি অসংখ্যবার লাফিয়ে উঠে আছড়ে পড়তে থাকে মাটিতে; যার ফলে একমাত্র পাইলট ছাড়া বাকী যাত্রীরা ছিটকে চড়েন প্লেন হতে। অবশ্য এমন একটি জল্পনা-কল্পনা রয়েছে যে... বাড্ডি হলি তার বন্দুক দিয়ে কোনো বিশেষ কারণে পাইলটকে গুলি করে যার দরুণ এই দুর্ঘটনা ঘটেছে; কারণ তার বন্দুকটি বিমানের ধ্বংসাবশেসের মধ্যে পাওয়া যায়। তবে বেশির ভাগ বিশেষজ্ঞই ধারনা করেন যে কুয়াশা আর তুষাড় পাতের কারণে পাইলট দিক-ভ্রান্ত হন; আর সেই সঙ্গে তার অনভিজ্ঞতার কারণে সঠিকভাবে বিমান চালনা করতেও ব্যর্থ হন। ফলশ্রুতিতে এই দূর্ঘটনা। আর... দূর্ঘটনার পরবর্তী সময়ে The Crickets দলের অন্যান্য সদস্যরা তাঁদের স্টেজ প্রোগ্রাম চালিয়ে যান; যেখান থেকে যাত্রা শুরু হয় ববি ভি নামের মাত্র ১৫ বছর বয়সী এক নতুন রক এন রোল তারকার।

অনেক পরে টমি এলসুপ তার জীবন রক্ষাকারী সেই “কয়েন টস”-এর কথা স্মরণে "The Head's Up Saloon" নামে একটি বার-ক্লাব খোলেন। হাস্যরসের ছলে বন্ধুকে বলা "Well, I hope your plane crashes"-কথাটির জন্য ওয়াইলন জেনিংস, পরবর্তী সময় কান্ট্রি মিউজিকের অন্যতম সেরা গায়ক, তার অবশিষ্ট জীবন-ব্যাপী মানসিক যন্ত্রণায ভূগেন। দলের অপর সদস্য ডিয়ন ডি মুসি একজন জনপ্রিয় সোলো সিঙ্গার হিসেবেই তারঁ ক্যারিয়ার সমাপ্ত করেন। ১৯৮৭ সালে ভেলেন্সের জীবন নিয়ে চিত্রায়িত হয় "La Bamba" নামক চলচ্চিত্র আর এর টাইটেল সঙ্গীত চার্ঠে এক নম্বরে উঠে আসে। গানটির লিরিক... Oh yeah. Oh yeah, we\'re gonna try and do it without blowing the power this time yeah. So once again, I ask you to raise your hands because you got free pop and chips today. Yeah, oh yeah, oh yeah, you\'re beautiful. Oh, oh oh oh, I ain\'t never seen nothin\' like this before. Oh oh oh oh. It brings a tear to my eye, oh yeah. Lookit! Lookit, isn\'t it beautiful? Yeah! Oh yeah! Oh yeah! Oh yeah! Oh oh oh oh yeah, You\'re beautiful, you\'re beautiful, yeah, you played that purdy, yeah. I heard it from a friend on that long and lonesome highway, Be ready for love, and every fork in the road, And my and my baby, it\'s a sweet tart, yeah, So bitter to the taste and so heavy on the heart, SO I LIFT UP MY HANDS, LIGHT UP THE SKY FOR SEX AND DRUGS AND ROCK-N-ROLL! PARTY ALL DAY, PARTY ALL NIGHT! SEX AND DRUGS AND ROCK-N-ROLL! Yeah. Oh yeah. Oh, you are playin\' that so purdy. Yeah, oh yeah, give it to me one more time. Oh yeah. Hello, bretheren. Gimme your hand. Yeah. Yeah. Oh, you\'re beautiful. Oh. Yeah. Hello. Hello. Yeah. Hi. You\'re beautiful. Yeah. Oh yeah. It seems that day that the music died, yeah... I drove my chevy to the ocean, but the ocean was dry, And my and my baby, it\'s a sweet (told ya) tart, yeah, So bitter to the taste and so heavy on the heart, SO I LIFT UP MY HANDS, LIGHT UP THE SKY FOR SEX AND DRUGS AND ROCK-N-ROLL! PARTY ALL DAY, PARTY ALL NIGHT! SEX AND DRUGS AND ROCK-N-ROLL! Oh yeah, you are so beautiful. Yes. Yes. Oh yes. You are beautiful. Yes. Oh. HA! You\'re beautiful. You\'re beautiful. You\'re beautiful. Oh. Oh yeah. I shoulda stayed in college, another town dead and gone, I shoulda stayed in college, another town dead and gone, I shoulda stayed in college, another town dead and go-o-o-o, LIFT UP YOUR HANDS, LIGHT UP THE SKY SEX AND DRUGS AND ROCK-N-ROLL! PARTY ALL DAY, PARTY ALL NIGHT! SEX AND DRUGS AND ROCK-N-ROLL! PARTY ALL DAY, PARTY ALL NIGHT! SEX AND DRUGS AND ROCK-N-ROLL! PARTY ALL DAY, PARTY ALL NIGHT! SEX AND DRUGS AND ROCK-N-ROLL! PARTY ALL DAY, PARTY ALL NIGHT! SEX AND DRUGS AND ROCK-N-ROLL! PARTY ALL DAY, PARTY ALL NIGHT! SEX AND DRUGS AND ROCK-N-ROLL! Oh. Yeah. You\'re beautiful. You\'re beautiful, Hollywood. Thank you. Thank you very much. Thank you. We love you. Thank you. You\'re beautiful. Oh yeah. Oh yeah. Oh yeah. As me and the boys will keep on playin\' this same old anthem song. I shoulda stayed in college, another town dead and gone. (Cries) they were beautiful, weren\'t they? Oh. Ohhh. Ohhh. Thank you. Thank you. Good night. Ohh. Ohhh ho ho. Thank you. Ohhh huh huh. Oh yeah. Thank you, good night. GREEN JELLO SUCKS! GREEN JELLO SUCKS! GREEN JELLO SUCKS! >>> ... >>> ... >>> ... লেখার সূত্র... 1. Lehmer, Larry (2003). The Day the Music Died: The Last Tour of Buddy Holly, the Big Bopper, and Ritchie Valens. New York: Music Sales Group 2. ব্লগ হতে... 3. উইকীতে... প্রভাষকের অনুমতি সাপেক্ষে এটি এখানে রি-পোস্ট করলাম ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.