সময়ের নদী বেয়ে জল গড়িয়ে গেছে অনেকটা দূর……মুহিত, জয়ন্তী, দিপাবলী আর রিয়াদের জীবনও থেমে নেই ………
মুহিতঃ মুহিত ভালবেসেছে জয়ন্তীকে । সদ্য অতীত হয়ে যাওয়া অযাচিত কষ্টগুলো ছাপিয়ে একটুখানি সুখের ছোয়া পেয়ে হাফ ছেড়ে বেচেছে সে ।
জয়ন্তীঃ জয়ন্তী সব সময় সুখি। পেয়েও সুখি। না পেয়েও সুখি।
কষ্ট নামক মানবীয় বস্তুটি তাকে একটুখানি সমীহ করে চলে ।
দীপাবলীঃ স্বভাবসূলভ অসুস্থ আচরণের প্রভাবে এখন সে পরিপূর্ণ Looser । ভদ্রসমাজে সে অলিখিতভাবে অবাঞ্চিত প্রায়। নিজের অতি সংকীর্ণ গন্ডীর বাইরে তার পরিচয় উন্মাদপ্রায় কিছু একটা। অনেকেই তাকে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে’ পাঠানো সঙ্গত মনে করে।
যাই হোক পাগল সবকিছু হারিয়েও নিজেকে winner মনে করে সুখ পায়।
রিয়াদঃ বরাবরের মতই অসঙ্গায়িত (undefined) রয়ে গেছে সে। তাকে সঙ্গায়িত করার বহিঃশক্তির কিঞ্চিৎকর একটা প্রচেষ্টা অনিবার্য কারণবসত ভেস্তে গেছে……
যাই হোক সবার উপর মানসিক সুস্থতা ও শান্তি বর্ষিত হোক ইহাই কাম্য……©Spirkle-2012
Previous Post- একটি চলমান সরলরৈখিক চতুর্মাত্রিক প্রেমের কাহিনি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।