এরকমই, আমি এরকমই ১. সেই ওয়ান্স আপন অ্যা টাইম এ, যখন আমার গালভরা ছিল হাসি, গলা জুড়ে ছিল গান, তখন একটা রাজকন্যে বসবাস করত এখানে, হুম্ম, বুকের ঠিক এইপাশে, অনেক গভীরে। হৃদয়ের পুরো সাম্রাজ্য তার দখলে ছিল, আমাদের প্রথম এনকাউন্টারেই আমি সাম্রাজ্যের দখল হারিয়ে ফেলেছিলাম। আমার আদর্শ তখন রবার্ট ব্রুস, পার্থক্য – ব্রুস সাম্রাজ্য ফেরত চেয়েছিল, আমি বিনিময়। তখন, সেই সুনীল সময়ে, আমার কবিতারা ডায়েরি লিখত, ডায়েরিটা কবিতা লিখত। কবিতার রাজ্যজয়ের গল্প শুনেছ আর কোথাও? ২. বাস্তববাদী আমার এখন আর কেউ আদর্শ নয়। ডায়েরিটা বুড়ো হয়ে গেছে, কবিতারা মৃত বহু আগে। শুধু, আমার দুষ্প্রাপ্য সুখের সময়ে তোকে মনে পড়ে, রাজকুমারী। কষ্টে কখনও নয়! বল তো, তুই আমার সুখের সীমা? নাকি শুধু সুখের সাথী তুই? অ.ট. ছবিটা একটা জাপানী অ্যানিমে অ্যারিয়েতি থেকে নেওয়া। আজকেই দেখলাম, ভাল লেগেছে মুভিটা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।