আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারন বর্ষাকাল

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন আষাঢ় মাস। বর্ষাকাল। আমাদের বাড়ীর সামনের বিলটা পুবচড়া নামে পরিচিত।

বছরের এ সময়টা করতোয়া নদীর পানি জিয়ার খাল ছাপিয়ে ধোপাগাড়া বিল হয়ে পুব চড়ায় আসে। ছোটকালে চড়ার মধ্যে যখন হাটু পানি হতো তখন খুইরা জাল দিয়ে মাছ ধরতাম আর বৃষ্টিতে ভিজতাম। টেংড়া মাছ, পুটি মাছ, খলসা মাছ, টাকি মাছ আরও কত রকমের মাছ ধরে ভয়ে ভয়ে বাড়ী আসতাম মায়ের বকুনির ভয়ে। বৃষ্টির মধ্যে বাবার সাথে ছাতা নিয়ে নৌকায় চড়ে বাজারে যেতাম। বাজারের ঘাটে নৌকা বাধা থকতো।

সে নৌকায় বসে থাকতাম। তারপর বাজার শেষে বাবা বাজার সদাই এর সাথে বাদাম, গুড়ের মটকা, আখ আরও অনেক রকমের জিনিস নিয়ে আসতো। নৌকার উপর বসে অধীর আগ্রহে এগুলোর জন্য বসে থাকতাম। বাবা ফিরে এলে আমি বৈঠা চালাতাম আর বাবা লগি ধরতেন এভাবে আমারা পার হতাম বিশাল বিশাল ঢেউ ওঠা বর্ষার পুবচড়া। ---------------------(চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.