আমাদের কথা খুঁজে নিন

   

বৈরী চতুর্দিক

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি একটা সময় ছিলো যখন সোনার অতীত নাম সবার ছিলো মূল্য তখন সবার ছিলো দাম। জীব-জড়তে হয়নি খাঁড়া বিভেদ নামের দেয়াল কারো মাথায় ভর করেনি সেরার অলীক খেয়াল। এই পৃথিবীর মানুষ তখন ছিলো এমন লক্ষ্মী তাদের সাথে ভাব জমাতো মৎস্য-পশু-পক্ষী। পক্ষী দিতো গীতল স্নেহ বৃক্ষ শীতল ছায়া চতুর্দিকে করতো বিরাজ স্নিগ্ধ শ্যামল মায়া। পাখির কাঁদন মাছের রোদন গাছের বিলাপ আর ছিলো না এই বিমল বায়ুর বিচল হাহাকার। আজকে দেখো বৃক্ষ উজাড় বিরান পুষ্প-লতা, হাওর নদী সাগর কাঁদে কী বলবো সেই কথা? পরিবেশ আর মানুষ দু'য়ের ছিলো নিবিড় বন্ধন ধরিত্রী মা'র দুগ্ধ পিয়ে সবাই ছিলো ভাই-বোন। সেই সে বাঁধন ছিড়ে মানুষ গিলছে গরল কার্বন; সেই সুদিনের কথায় বাজে বুকের মাঝে ক্রন্দন। সুশীল সুজন মানুষ হলো পাল্টে দারুণ দুষ্ট নিদাগ মনে বাঁধালো বাসা লোভের কুটিল কুষ্ঠ। দেমাগ খেলো বিবেক তাহার স্বভাব হলো স্বৈরী, আকাশ বাতাস জল স্থলে সবাই যে তাই বৈরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.